গীতিমাল্য/২৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
fix using AWB
JoyBot (আলোচনা | অবদান)
rp
৭ নং লাইন: ৭ নং লাইন:
|next =[[../]] [[পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই]]
|next =[[../]] [[পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই]]
|notes = [[গীতবিতান]] পূজা ২৪৭; স্বরববিতান ৩; [[Gitanjali]] XCVIII [[I will deck thee with trophies]]
|notes = [[গীতবিতান]] পূজা ২৪৭; স্বরববিতান ৩; [[Gitanjali]] XCVIII [[I will deck thee with trophies]]
|author =
|author =রবীন্দ্রনাথ ঠাকুর
|year =
|year =
|notes =
|notes =

২১:৩৬, ২৩ এপ্রিল ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট ত্রুটি: দয়া করে খালি প্যারামিটার অপসারণ করবেন না (শৈলীর নির্দেশিকা টেমপ্লেটের নথি দেখুন)।



হার-মানা হার পরাব তোমার গলে-
দূরে রব কত আপন বলের ছলে।
   জানি আমি জানি ভেসে যাবে আভিমান-
   নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
   শূন্য হিঁয়ার বাঁশিতে বাজিবে গান,
      পাষাণ তখন গলিবে নয়নজলে।

শতদলদল খুলে যাবে থরে থরে,
লুকানো রবে না মধু চিরদিন-তরে।
   আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
   ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
   কিছুই সেদিন কিছুই রবে না বাকি-
      পরম মরণ লভিব চরনতলে।

রচনা: শান্তিনিকেতন ৭ বৈশাখ ১৩১৯
রবীন্দ্র রচনাবলী, বিশ্বভারতী ১৩৮৯ সং খণ্ড ১১, পৃ ১৫৩ থেকে সংগৃহীত ।