গীতাঞ্জলি/১২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Mukerjee (আলোচনা | অবদান)
sourced text w পাঠান্তর
১ নং লাইন: ১ নং লাইন:
{{BnHeader
{{BnHeader
|title=[[গীতাঞ্জলি]] ১২
|title=অমল ধবল পালে লেগেছে

|section =
|section ='''অমল ধবল পালে লেগেছে'''
|previous =
|previous = [[আমরা বেঁধেছি কাশের গুচ্ছ]]
|next =
|next = [[আমার নয়ন ভুলানো এলে]]
|notes = শান্তিনিকেতন, ৩ ভাদ্র ১৩১৫
|notes = [[গীতবিতান]] প্রকৃতি শরত ১৪৫ ; স্বরবিতান ২৪
|author =রবীন্দ্রনাথ ঠাকুর}}
|author =রবীন্দ্রনাথ ঠাকুর}}


<div style="padding-left:2em;font-size:1.3em">
<div style="padding-left:20%;font-size:1.3em">
<h3>১৩</h3>
<poem>
<poem>
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া --
<center>
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া ।।
অমল ধবল পালে লেগেছে
কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদুরের ধন --
মন্দ মধুর হাওয়া
ভেসে যেতে চায় মন,
দেখি নাই কভু দেখি নাই
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া ।।
এমন তরণী বাওয়া॥

কোন সাগরের পার হতে আনে
কোন সুদূরের ধন॥
ভেসে যেতে চায় মন
ফেলে যেতে চায় এই কিনারায়
সব চাওয়া সব পাওয়া
দেখি নাই কভু দেখি নাই
এমন তরণী বাওয়া

পিছনে ঝরিছে ঝর ঝর জল
গুরু গুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণ কিরণ
ছিন্ন মেঘের ফাঁকে


পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে,
ওগো কাণ্ডারি, কে গো তুমি
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে
কার হাসি কান্নার ধন॥
ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন
ভেবে মরে মোর মন --
কোন সুরে আজ
বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া
কোন সুরে আজ বাঁধিব যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া ।।
দেখি নাই কভু দেখি নাই
এমন তরণী বাওয়া॥


</center>
</poem></div>
</poem>
</div>


<p style="margin-top:4em">
রচনা: শান্তিনিকেতন, ৩ ভাদ্র ১৩১৫<br/>
গীতবিতান, বিশ্বভারতী ১৩৮০ সং পৃ ৪৮৩ থেকে সংগৃহীত । </p>
<p>
'''পাঠান্তর:'''<br/>
গীতাঞ্জলিতে
(রবীন্দ্র রচনাবলী, বিশ্বভারতী ১৩৮৯, খণ্ড ১১, পৃ ১৩): <br/>
- পঙ্‌ক্তি ১: ছিল: "লেগেছে অমল ধবল পালে / মন্দ মধুর হাওয়া" <br/>
- পঙ্‌ক্তি ৭: "ঝরো ঝরো" ছিল: "ঝর ঝর"
<br/>
পঙ্‌ক্তিবিন্যাস এবং যতিচিহ্নেও তারতম্য আছে।</p>


[[Category:গান]]
[[Category:কবিতা]]
[[Category:রবীন্দ্রনাথ ঠাকুর]]
[[Category:রবীন্দ্রনাথ ঠাকুর]]
[[Category:রবীন্দ্র সঙ্গীত]]
[[Category:রবীন্দ্র সঙ্গীত]]
[[Category:Bengali]]

১৯:৪২, ২৫ অক্টোবর ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:BnHeader

১৩

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া --
  দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া ।।
    কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদুরের ধন --
          ভেসে যেতে চায় মন,
    ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া ।।

পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে,
  মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে ।
    ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন
         ভেবে মরে মোর মন --
    কোন সুরে আজ বাঁধিব যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া ।।

রচনা: শান্তিনিকেতন, ৩ ভাদ্র ১৩১৫
গীতবিতান, বিশ্বভারতী ১৩৮০ সং পৃ ৪৮৩ থেকে সংগৃহীত ।

পাঠান্তর:
গীতাঞ্জলিতে (রবীন্দ্র রচনাবলী, বিশ্বভারতী ১৩৮৯, খণ্ড ১১, পৃ ১৩):
- পঙ্‌ক্তি ১: ছিল: "লেগেছে অমল ধবল পালে / মন্দ মধুর হাওয়া"
- পঙ্‌ক্তি ৭: "ঝরো ঝরো" ছিল: "ঝর ঝর"
পঙ্‌ক্তিবিন্যাস এবং যতিচিহ্নেও তারতম্য আছে।