পাতা:অন্তর্যামী - চিত্তরঞ্জন দাশ.pdf/১৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Mahir256 (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়েছে
+
বৈধকরণ

০৬:৪০, ৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

( ৮ )

ক্ষম অভিমান বঁধু ক্ষম অভিমান
আঁধারে তোমার লাগি ঝরিছে নয়ান!
বাহু বাড়াইয়া দিলে কিছু নাহি পাই,
শূন্য মনে ভূমি তলে কাঁদিয়া লুটাই।
বুঝি এই প্রেমে লাগে অনেক সাধনাঃ—
তবে ছেড়ে দিনু আমি! করগো রচনা
আমার জীবন লয়ে যাহা তুমি চাও!—
পরাণের তারে তারে আপনি বাজাও!
আমি কাঁদিব না আর, কথা নাহি কব,
নয়ন মুদিয়া শুধু পথে প'ড়ে রব।