পাতা:রাজর্ষি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: "ᎼᏔ% রাজর্ষি অত্যন্ত ঘন মেঘ করিয়া বৃষ্টি হইতেছে। নববর্ষ..." দিয়ে পাতা
(কোনও পার্থক্য নেই)

১৯:৩০, ২৬ জানুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏔ% রাজর্ষি অত্যন্ত ঘন মেঘ করিয়া বৃষ্টি হইতেছে। নববর্ষার জলে জয়সিংহের গাছগুলি স্নান করিতেছে, বৃষ্টিবিন্দুর নৃত্যে পাতায় পাতায় উৎসব পড়িয়। গিয়াছে, বর্ষাজলের ছোটো ছোটো শত শত প্রবাহ ঘোলা হইয়া কলকল করিয়া গোমতী নদীতে গিয়া পড়িতেছে— জয়সিংহ পরমানন্দে তাহার কাননের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া আছেন। চারি দিকে মেঘের স্নিগ্ধ অন্ধকার, বনের ছায়া, ঘনপল্লবের শ্যামশ্ৰী, ভেকের কোলাহল, বৃষ্টির অবিশ্রান্ত ঝরঝর শব্দ— কাননের মধ্যে এইরূপ নববুর্ষার ঘোরঘটা দেখিয় তাহার প্রাণ জুড়াইয়া যাইতেছে। ভিজিতে ভিজিতে রঘুপতি আসিয়া উপস্থিত হইলেন। জয়সিংহ তাড়াতাড়ি উঠিয়া পা ধুইবার জল ও শুকনো কাপড় আনিয়া দিলেন। রঘুপতি বিরক্ত হইয়া বলিলেন, “তোমাকে কাপড় আনিতে কে বলিল !” বলিয়া কাপড়গুলা লইয়া ঘরের মধ্যে ফেলিয়া দিলেন । জয়সিংহ পা ধুইবার জল লইয়া অগ্রসর হইলেন। রঘুপতি বিরক্তির স্বরে কহিলেন, “থাকৃ থাকৃ, তোমার ও জল রাখিয়া দাও।” বলিয়া প। দিয়া জলের ঘাট ঠেলিয়া ফেললেন । জয়সিংহ সহল। এরূপ ব্যবহারের কারণ বুঝিতে না পারিয়া অবাকৃ হইলেন– কাপড় ভূমি হইতে তুলিয়া যথাস্থানে রাখিতে উদ্যত হইলেন, রঘুপতি পুনশ্চ বিরক্তভাবে কহিলেন, “থাক্ থাকৃ, ও কাপড়ে তোমার হাত দিতে হইবে না”— বলিয়া নিজে গিয়া কাপড় ছাড়িয়া আসিলেন । জল লইয়া পা ধুইলেন। জয়সিংহ ধীরে ধীরে কহিলেন, “প্ৰভু, আমি কি কোনো অপরাধ করিয়াছি ?” রঘুপতি কিঞ্চিৎ উগ্র স্বরে কহিলেন, “কে বলিতেছে যে তুমি” অপরাধ করিয়াছ ?” - জয়সিংহ ব্যথিত হইয়া চুপ করিয়া বলিয়া রছিলেন।