সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/একটি সন্ধ্যা

উইকিসংকলন থেকে

একটি সন্ধ্যা

 
বসে আছি চুপটি করে কুটীরখানির দাওয়ায়;
শরীর যেন জুড়িয়ে গেল সন্ধ্যাবেলার হাওয়ায়।
হঠাৎ আঁধার দূর হয়ে যায় চাঁদা-মামার চাওয়ায়;
ঝিলমিলিয়ে উঠলো ধরা জ্যোৎস্না-আলো ছাওয়ায়।
গন্ধরাজের গন্ধ আসে স্নিগ্ধ হাওয়ার বাওয়ায়;
তৃপ্ত হ’ল রাতের ভোমর ফুলের মধু খাওয়ায়।
সঁঝের আসর উঠলো জমে আকুল পাখীর গাওয়ায়;
ডানায় তাদের শব্দ জাগে আকাশ-পথে ধাওয়ায়।
জোনাক-পোকার ভিজলো ডানা শিশির-জলে নাওয়ায়;
আলো-ছায়ার চলছে খেলা মেঘের আসা-যাওয়ায়।
আমার চোখে ঢুল লেগে যায় শাস্তিটুকু পাওয়ায়;
বসে আছি চুপটি করে কুটীরখানির দাওয়ায়॥