ইঙ্গিত/ছেলে ও বাবা

উইকিসংকলন থেকে
ছেলে ও বাবা

ছেলে ভাবে, বাবা শুধু শাসনই করেন। বাবা ভাবেন, ছেলে মোটেই কথা শোনে না।

ছেলের অসুখ, বাবা ছেলের মাথার কাছে বসিয়া বিনিদ্র রজনী কাটাইয়া দিলেন।

ও পাড়ায় যাত্রা হইতেছিল, ভীমের বক্তৃতাটা বেশ স্পষ্ট শোনা যাইতেছিল। ছেলে উঠিয়া পড়িবার ঘরের দরজাটা বেশ ভাল করিয়া ভেজাইয়া দিয়া বই লইয়া বসিল।