উইকিসংকলন আলোচনা:ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা (নভেম্বর ২০২০)/বইয়ের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিসংকলন থেকে

নতুন বই তালিকায় যুক্ত করার অনুরোধ[সম্পাদনা]

নির্ঘণ্ট পাতার তালিকা থেকে সবথেকে বেশি মুদ্রণ সংশোধন বাকি রয়েছে এমন ১০টি বই তালিকায় যুক্ত করার প্রস্তাব করছি। এগুলো অথবা অপর কোনো বই তালিকায় যুক্ত করা যেতে পারে:

  1. নির্ঘণ্ট:গল্পগুচ্ছ (দ্বিতীয় খণ্ড).djvu-- একই লেখকের বই দিতে চাইছি না।
  2. নির্ঘণ্ট:বাংলা শব্দতত্ত্ব - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf--একই লেখকের দূটী বই দিতে চাইছি না।
  3. নির্ঘণ্ট:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu -রচনাসংগ্রহ/রচনাবলী করার আগে "একক বই" বইয়ের উপর কাজ করাকে উৎসাহিত করছি। এখুনি "একক বই" ব্যাতিত বই দিতে চাইছি না।
  4. নির্ঘণ্ট:সুকান্ত সমগ্র.djvu- করা হয়েছে দেওয়া হল কারণ লেখকের "একক বই" পাওয়ার সম্ভাবনা কম।
  5. নির্ঘণ্ট:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu -- @Hrishikes:দার মতামত টা জানতে চাই।
  6. নির্ঘণ্ট:মানিক গ্রন্থাবলী.pdf--রচনাসংগ্রহ/রচনাবলী করার আগে "একক বই" বইয়ের উপর কাজ করাকে উৎসাহিত করছি। এখুনি "একক বই" ব্যাতিত বই দিতে চাইছি না।
  7. নির্ঘণ্ট:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu-- Pagelist তৈরি করতে হবে।
  8. নির্ঘণ্ট:ইছামতী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf-- করা হয়েছে যোগ করেছি
  9. নির্ঘণ্ট:মুর্শিদাবাদ কাহিনী.djvu-- করা হয়েছে যোগ করেছি
  10. নির্ঘণ্ট:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu--@Hrishikes:দার মতামত টা জানতে চাই।

প্রস্তাবনা[সম্পাদনা]

আরও কিছু প্রস্তাব[সম্পাদনা]

নতুন বই যোগ করার অনুরোধ[সম্পাদনা]

তালিকায় আরও বেশ কিছু নতুন বই যোগ করার অনুরোধ রইল। Kazimizanur (আলাপ) ০৪:৩৮, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সুরক্ষা তোলা[সম্পাদনা]

@Bodhisattwa: এই পাতার সুরক্ষা তুলে দেও। আমি কিছু জিনিস ঠিক করব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৭, ২৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন