কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৪৯

উইকিসংকলন থেকে

৪৯

ধুলো মাখি ধুলো খাই দাঁতে ঘাস কাটি
মুঠো মুঠো ধুলো থেকে মাধুকরী নিই
মিশে যাই প্রতিদিন পুঞ্জপুঞ্জ ধুলোর গভীরে
গাঢ় রাতে ঘুমে ও তন্দ্রায় দেখি ধুলোর পরাগ
উড়ে যায় যতদূর চোখ যেতে পারে
এই তো জীবন, এই মাটি ও ছাইয়ের কথকতা

সকাল ৮-৩০, ১২.৯.১১, তদেব