কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/১৭

উইকিসংকলন থেকে

১৭

লুপ্ত সব প্রবণতা ফাঁকা আসমান
এমন কী ধূসর জমিন
কোথায় খুঁজব তোমাকে নীরবতা
চৌষট্টি কলার পরে
কেন এত খুঁড়ে যাচ্ছ হৃৎকমলের
পাঁপড়িগুলি একা একা
আদিগন্ত কালকূট ছাড়া অন্য সত্য নেই

বিকাল ২-৫০॥ ৫.১২.১০॥ সুশ্রুতু