কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৯

উইকিসংকলন থেকে

মুখ ঢেকে গেছে মুখোশের কোলাহলে
সেল ফোন থেকে
তেড়ে আসছে রিংটোন আর এসএমএসগুলি
গভীরের ছবি
ডুবে গেছে ধ্বনির সন্ত্রাসে, ধুলোয়, আন্ধারে
প্রতিদিন
ফিরে ফিরে আসছে হাহাকার ছলে।
একই মেকি শববহনের কার্নিভাল-কথা

এই আমাদের দিনলিপি
এই জীবনযাপন

ভোর ৬টা॥ ১.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন