গীতবিতান/পূজা/১১২

উইকিসংকলন থেকে

১১২

আমার বিচার তুমি করো তব  আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার  বিচারঘরে।
যদি পূজা করি মিছা দেবতার,  শিরে ধরি যদি মিথ্যা আচার,

যদি পাপমনে করি অবিচার কাহারো 'পরে,
আমার বিচার তুমি করো তব আপন করে॥
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক-তরে—
তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে,
আমার বিচার তুমি করো তব আপন করে॥