গীতবিতান/পূজা ও প্রার্থনা/৫৯

উইকিসংকলন থেকে

৫৯

আমারে করো জীবনদান,
প্রেরণ করো অন্তরে তব আহ্বান।
আসিছে কত যায় কত,  পাই শত হারাই শত—
তোমারি পায়ে রাখো  অচল মোর প্রাণ।
দাও মোরে মঙ্গলব্রত,  স্বার্থ করো দূরে প্রহত—
থামায়ে বিফল-সন্ধান  জাগাও চিত্তে সত্য জ্ঞান।
লাভে ক্ষতিতে সুখে-শোকে  অন্ধকারে দিবা-আলোকে
নির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান।