গীতবিতান/প্রকৃতি/২০০

উইকিসংকলন থেকে

২০০

আমার  বনে বনে ধরল মুকুল,
বহে  মনে মনে দক্ষিণহাওয়া।
মৌমাছিদের ডানায় ডানায়
যেন  উড়ে মোর উৎসুক চাওয়া।
গোপন স্বপনকুসুমে কে এমন  সুগভীর রঙ দিল এঁকে—
নব  কিশলয়শিহরনে  ভাবনা আমার হল ছাওয়া।
ফাল্গুনপূর্ণিমাতে
এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে  কোন্  নিরুদ্দেশের পানে
উদ্‌বেল গন্ধের জোয়ারতরঙ্গে  হবে মোর তরণী বাওয়া।