গীতবিতান/প্রকৃতি/২২২

উইকিসংকলন থেকে

২২২

ও আমার চাঁদের আলো,  আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ যে আমার  পাতায় পাতায় ডালে ডালে।
যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায়
মোর আঙিনায় বাজল গো,  বাজল সে-সুর আমার প্রাণের তালে-তালে।
সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।
দখিন-হাওয়া দিশাহারা আমার স্কুলের গন্ধে মাতে।
শুভ্র, তুমি করলে বিলোল  আমার প্রাণে রঙের হিলোল—
মর্মরিত মর্ম গো,
মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে।