গীতবিতান/প্রকৃতি/২৭৬

উইকিসংকলন থেকে

২৭৬

এই কথাটাই ছিলেম ভুলে—
মিলব আবার সবার সাথে  ফাল্গুনের এই ফুলে ফুলে।
অশোকবনে আমার হিয়া  ওগো  নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন  যৌবনেরই কূলে কূলে
ফাল্গুনের এই ফুলে ফুলে।
বাঁশিতে গান উঠবে পূরে
নবীন-ববির-বাণী-ভরা  আকাশবীণার সোনার সুরে।
আমার মনের সকল কোণে  ওগো  ভরবে গগন আলোক-ধনে,
কান্নাহাসির বন্যারই নীর  উঠবে আবার দুলে দুলে
ফাল্গুনের এই ফুলে ফুলে।