গীতবিতান/প্রকৃতি/৫২

উইকিসংকলন থেকে

৫২

শ্যামল ছায়া, নাইবা গেলে
শেষ বরষার ধারা ঢেলে।
সময় যদি ফুরিয়ে থাকে—  হেসে বিদায় করে তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে।
মলিন, তোমার মিলাবে লাজ—
শরৎ এসে পরাবে সাজ।
নবীন ববি উঠবে হাসি,  বাজাবে মেঘ সোনার বাঁশি—
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে।