গীতবিতান/প্রেম ও প্রকৃতি/২৩

উইকিসংকলন থেকে

২৩

ওকি সখা, কেন মোরে কর তিরস্কার।
একটু বসি বিরলে কাঁদিব যে মন খুলে
তাতেও কী আমি বলো করিনু তোমার।
মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়,
একটু আদরের তরে ধরি নি তো পায়—
তবে আর কেন, সখা,  এমন বিরাগ-মাখা
ভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বার
জানি জানি এ কপাল ভেঙেছে যখন
অশ্রুবারি পারিবে না গলাতে ও মন—
পথের পথিকও যদি  মোরে হেরি যায় কাঁদি
তবুও অটল রবে হৃদয় তোমার।