গীতিগুঞ্জ/৪

উইকিসংকলন থেকে

তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না,
আর আমার ভাবনা রবে না।

সবাই যখন বলিবে ভালো
তখন তোমায় দেখাব মোর মনের কালো—
আর আমার ভাবনা রবে না।

যখন সবাই করবে তিরস্কার
তখন বুকে ধরব চেপে তব পুরস্কার—
আর আমার ভাবনা রবে না।

যদি জীবন-পথে করি শত ভুল,
আমার পায়ে লাগুক কাঁটা, সবার পায়ে ফুল—
আর আমার ভাবনা রবে না।

হারাই যদি সব ভালোবাসা
সকল আশা ছেড়ে করব তোমারি আশা—
আর আমার ভাবনা রবে না।

পড়ব যতই দুঃখে বিপদে
ততই মোরে করবে নত তব শ্রীপদে—
আর আমার ভাবনা রবে না।

শেষে ডাকবে যখন 'ঘাটে আয় রে আয়'
তোমার বোঝা করব বোঝাই তোমারি খেয়ায়—
আর আমার ভাবনা রবে না।

বাউল