চিত্ত-প্রদীপ/পরশমণি

উইকিসংকলন থেকে

পরশমণি

কৃতজ্ঞতার ভারে
তোমার পায়ে লুটিয়ে মাথা
পড়ছে বারে বারে।
অবসাদের অবশেতে,
গিয়েছিলাম যখন মেতে,
কোথা হ'তে বাড়ায়ে হাত,
দিলে আমায় ছুঁয়ে?
ওগো যখন আমি চলতে পথে
পড়েছিলাম শুয়ে।

যখন আমি হাল ছেড়েছি,
চোখ বুজেছি মেনে।
বাঁচতে আমি চাইনা, নাশো
তোমার বজ্র হেনে॥
তখন ওগো পরশমণি
ধন্য গণি ধন্য গণি,
আপনা হ'তে বাড়ায়ে হাত
তুললে আমায় পরে।
তোমায় আমি পেলুম প্রভু—
আমারে আপন ঘরে
দেখতে আমি পেলুম তোমার
অভয় চরণ দু'টী।
তোমার বাণী তোমার পাণি
নিলাম সকল লুটি॥
সব হারালে তোমায় মেলে
বুঝিয়ে দিলে আজ।
ত্রিভুবনে পড়ল ছেয়ে
তোমার বাণী-নাচ॥