চিত্ত-প্রদীপ/শ্রীপঞ্চমী

উইকিসংকলন থেকে

শ্রীপঞ্চমী

শ্রীপঞ্চমী দিনে কার চিহ্নের চিন্‌তার,
দিন যায় কই হায় আসলো?
বীণ্‌ যাঁর বিদ্যার ভিন্‌ধার চিন্‌বার
ক্ষীণ্‌ হাসি কই তাঁর ভাসলো?
সাজলো নবনীপ মঞ্জর মঞ্জরী,
বাজলে বেণুরবে উচ্ছল আশাবরী
মুর্চ্ছল মন-মধুকর!
কোন্‌ জন্‌ আস্‌বার উচ্ছাসে বার বার
নিঃশ্বাস কাঁপে থর থর।
আজকে কি আসবে বাগ্‌দেবী বাক্যে
বিদ্যায় বিত্তয় হাসতে?
অজ্ঞান্‌ আন্‌ধারে খুরধার খড়্গে
মজ্জায় মজ্জায় নাশতে।
সজ্জার সার যাঁর বাসন্তী রংদার
সংসার চায় সদা পদ-নখ-কণা তার;
শত কোটী মহিমায় বন্দে
পদে পদে যাঁর কৃপা কণা চায় ভক্তে
ছন্দের রূপ রস গন্ধে।
প্রার্থনা শ্রীচরণে ব্যর্থতা এ জীবনে
আজ যেন শেষ হয়ে যায়।
ছন্দের নাচে হোক নন্দন মধুলোক
চন্দ্রের জ্যোৎস্নার প্রায়।

মানবো না মাগো আর বক্ষের দুঃখ,
গান-বোনা দান যদি দাও মোরে মুখ্য।
লক্ষ লক্ষ লক্ষ প্রণাম।
বক্ষ পাতি মাগো চরণের তলে
ক্ষণতরে হয়ো না বাম॥
জননী গো, এ জগতে আজি তব অর্চনা
বরণীয় সন্তান পূজছে।
ঝরছে শত শত বরষার ধার মত
হর্ষের হাসি গান উপছে।
ও চরণ দর্শন স্পর্শনে ধন্য।
হতে চায় মাগো তোর নগন্যা কন্যা
আশীষের অনুকণা চায়।
আসিবে মা ক্ষণে ক্ষণে মরমের মধু-বনে
অভিনব অনুভব ছায়॥