ধম্মপদ (সতীশচন্দ্র মিত্র)/নাগ বর্গ

উইকিসংকলন থেকে

ত্রয়োবিংশ সর্গ—নাগবর্গ।

যুদ্ধক্ষেত্রে ধীরভাবে যথা করিবর
সতত সহিষ্ণুভাবে সহে শত্রু-শর,
সেইরূপ দুর্জ্জনের পরুষ বচন
সহিব সহিষ্ণুভাবে আমি অনুক্ষণ;
এ জগতে অধিকাংশ নর দুরাচার;
সহিষ্ণুতা তাই মাত্র হইবেক সার॥১॥৩২০॥
উৎসবে বা যুদ্ধে লোকে হস্তী সুপালিত
জনতার মধ্য দিয়া করয়ে চালিত;
শিক্ষিত করীর পৃষ্ঠে করি আরোহণ
সানন্দে নৃপতি শ্রেষ্ঠ করেন ভ্রমণ;

সেইরূপ দুর্জ্জনের পরুষ বচন
সতত সহিষ্ণুভাবে সহেন যেজন
নরকুলে সেইজন শ্রেষ্ঠ অতিশয়
আত্মসংযমীর পদ সর্ব্বোচ্চ নিশ্চয়॥২॥
সুশিক্ষিত অশ্বতর, অশ্ব মনোহর,
সৈন্ধব ঘোটক কিম্বা প্রকাণ্ড কুঞ্জর,—
সুদান্ত শিক্ষিত হ’লে শ্রেষ্ঠ বলি জানি
আত্মসংযমীকে কিন্তু আরো শ্রেষ্ঠ মানি॥৩॥
অগম্য নির্ব্বাণ-পুরে ঘোটকাদি যান
পারে না কোনও ক্রমে করিতে প্রয়াণ
শান্ত দান্ত ব্যক্তি, যা’র সংযম সহায়,
অক্লেশে স্বচ্ছন্দে শেষে সেই দেশে যায়॥৪॥
মদমত্ত দুর্নিবার কুঞ্জর প্রধান
বদ্ধ হ’লে তৃণগ্রাস করে না গ্রহণ;
সতত ব্যথিত চিত্তে করয়ে চিন্তন
কোথায় সাধের তার দিব্য হস্তিবন॥৫॥

সতত আলস্যপর মানব যখন
অত্যন্ত ভোজনপটু হয় অনুক্ষণ,
গৃহপুষ্ট স্থূলকায় শূকরের প্রায়
নিদ্রালু হইয়া ভূমে গড়াগড়ি যায়।
সেই মহামোহমুগ্ধ চিন্তাহীন নর
নানা কষ্টে পুনঃ পুনঃ লভে জন্মান্তর॥৬॥
যথেচ্ছগমনশীল ছিল যেই মন
আনিব স্ববশে তা’কে করিয়া দমন,—
প্রচণ্ড অঙ্কুশাঘাতে মাহুত যেমন
মদমত্ত করিবরে করয়ে দমন॥৭॥
সতত করহ চেষ্টা অপ্রমত্ত হ’তে,
স্বীয় চিত্তে কর রক্ষা কুকার্য্য হইতে।
পঙ্কলগ্ন হস্তী যথা নিজের উদ্ধারে
করে যত্ন, কর ত্রাণ দুস্থ আপনারে॥৮॥
বুদ্ধিমান ধীর সাধু সহায় সুজন
যদি তুমি লাভ কর সংসারে কখন,

রাগদ্বেষ আদি যত বিঘ্নে করি জয়
স্বচ্ছন্দে গৌরবে তুমি যাপিবে সময়॥৯॥
রাজ্য ত্যজি যথা কোন বিজিত নৃপতি
প্রব্রজ্যা লইয়া করে অরণ্যে বসতি,
কিম্বা যথা মহাহন্তী যূথ ত্যাগ করি
একাকী অরণ্যপথে বেড়ায় বিহরি,
মানব একাকী বাস তেমতি করিবে,—
সাধু, ধীর, প্রাজ্ঞ বন্ধু না পাইলে ভবে॥১০॥
মূর্খের সহিত বল বন্ধুত্ব কোথায়?
সতত একাকী বাস শ্রেয়স্কর তা’য়।
মহাহস্তী করে যথা একাকী ভ্রমণ
একাকী অল্পেচ্ছু হ’য়ে থাকিবে তেমন॥১১॥৩৩০॥
ঘটনা বিশেষে বন্ধু বটে হিতকর
অল্প বা বিপুল দ্রব্যে তুষ্টি সুখকর।
জীবনান্ত হ’লে পুণ্য কল্যাণের সার,
সুখকর অসাধু চিন্তার পরিহার॥১২॥

এ সংসারে মাতৃসেবা পিতৃসেবা আর
মানবের পক্ষে হয় সদা শুভকর।
কর শিষ্ট ব্যবহার শ্রমণ ব্রাহ্মণে
সুখী হ'বে তাহাদের ধরম গ্রহণে॥১৩॥
সুখকর আজীবন চরিত্র বিমল;
এ জগতে সুখকর বিশ্বাস অটল;
শুভকর প্রজ্ঞালাভ পারিলে করিতে,
শুভকর পাপ-পথ পারিলে ত্যজিতে॥১৪॥