বিষয়বস্তুতে চলুন

নেতাজীর জীবনী ও বাণী/আদর্শ সমাজ ও রাষ্ট্র

উইকিসংকলন থেকে

আদর্শ সমাজ ও রাষ্ট্র

 আমাদের একটা স্বপ্ন আছে, সে স্বপ্ন আমাদের শক্তির উৎস, আনন্দের নির্ঝর। এই স্বপ্নের প্রেরণায় আমরা উঠি, বসি, চলাফেরা করি, লিখি, বলি, কাজকর্ম্ম করি। সে স্বপ্ন বা আদর্শ কি? আমি চাই একটা নূতন সর্ব্বাঙ্গীন মুক্তি-সম্পন্ন সমাজ এবং তার উপরে একটা স্বাধীন রাষ্ট্র। আমি সেই সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখি। এই স্বপ্ন আমার নিকট নিত্য ও অখণ্ড সত্য। এই সত্য সার্থক করিবার চেষ্টায় প্রাণ বিসর্জন করিলেও “সে মরণ স্বরগসমান।” আমার সম্পদ কিছুই নাই—আছে শুধু এই স্বপ্ন যাহা আমাকে অসীম শক্তি ও অপার আনন্দ দিয়াছে।