নৈবেদ্য/৮

উইকিসংকলন থেকে

কাব্যের কথা বাঁধা পড়ে যথা
ছন্দের বাঁধনে
পরানে তােমায় ধরিয়া রাখিব
সেইমতাে সাধনে।

কাঁপায়ে আমার হৃদয়ের সীমা
বাজিবে তােমার অসীম মহিমা,
চিরবিচিত্র আনন্দরূপে
ধরা দিবে জীবনে,
কাব্যের কথা বাঁধা পড়ে যথা
ছন্দের বাঁধনে।

আমার তুচ্ছ দিনের কর্মে
তুমি দিবে গরিমা,
আমার তনুর অণুতে অণুতে
রবে তব প্রতিমা।

সকল প্রেমের স্নেহের মাঝারে
আসন সঁপিব হৃদয়রাজারে,
অসীম তােমার ভুবনে রহিয়া
রবে মম ভবনে,
কাব্যের কথা বাঁধা রহে যথা
ছন্দের বাঁধনে।