পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রদাহ। ৩১ প্রবিষ্ট করাইলে, উহা নিরাময় হইয়া যায়"। প্রথমতঃ উহতে কিঞ্চিৎ কষ্ট এবং প্রদাহ প্রদান করে বটে, কিন্তু পরবর্তী ব্যবহার সকলে'তfদৃশ কষ্ট বোধ হয় না। এমত কি, পরিশেষে কষ্ট একেবারেই তিরোহিত হয়। কোনং স্থলে উক্ত ঔষধ দ্বারা কেবল যে নালী আরোগ্য হয়, এমত নহে, কিন্তু উহ! দ্বারা পীড়িত অস্থিতেও স্বাস্থ্যচিন্ধু অনুভূত হইতে থাকে। অক্ষিকোটরীয় ঝিল্লী সমুহের প্রদাহ।. কৌষিক ঝিল্লীর প্রদাহ। — অক্ষিকেটরীয় কোৰিক-ঝিল্লীতে কখন২ প্রবল প্রদাহ এবং পূয়োৎপত্তি হইয়া থাকে। কিন্তু উহ টেম্যাটিক ( Traumatic ) অর্থাৎ আঘাতজনিত, অথবা পেরিয়াটাইটিস রোগসংলিপ্ত না হইলে, প্রায়ই দেখিতে পাওয়া যায় না; তবে যে সকল স্থানে দেখিতে পাওয়া যায়, তাহাও যখন রোগীর শারীরিক ক্ষীণ এবং দুর্ব্বল অবস্থা থাকে, তখন উক্ত অংশে বিস্তৃতত্ত্বকপ্রদাহের (Erysipclas ) বিস্তার দ্বারা উৎপন্ন হুইয়া থাকে। সাধারণতঃ এই সকল অবস্থায় তাক্ষিগোলক প্রায়ই সুস্থ থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে রোগীর দৃষ্টি যদিও সম্পূর্ণরূপুবিনষ্ট না হয়, তথাপ্তি প্রায়,সর্ব্বদা ৫৮ পৃষ্টায় টেটের দৃষ্টান্তের ন্যায় দর্শন-স্বায়ুতে প্রদাহক্রিয়ীর বিস্তার দ্বীরা, বা রেটিনীতে রসোৎ প্রবেশ ও কোরইড হইতে রেটিনার বিচ্ছেদ দ্বারা, হ্রাস হইয়া যায়। কখন২ দৈশিকণবরণে পূয় গমন করিয়া, পেশীচয়ের ক্রিয়ার ব্যতিক্রম করতঃ দ্বিবৃষ্টি উৎপাদন করে। এই রোগে পাইমিয় ( Pyaemia ) অর্থাৎ শোণিতে অধিকতর পূয় জন্মিয় অনিষ্টেtৎপাদন করিতে পারে; এবং যখন এই রোগ সংঘাতিক হইয়। উঠে, তখন উহাতে থাম্বোসিস (Thromboses) ai সমবরোধন দৃষ্ট হয়। এই সমবরোধন মস্তিষ্কের সাইনস ( Sinuses ) সকল এবং এম ত কি জুগুলার ( Jugular ) ও ইন্নমিনেট ( Innominate ) শিরা সকল পর্য্যন্তও বিস্তৃত হইয়া থাকে f e লক্ষণ l—অক্ষিকোটরীয় কোৰিক-ঝিল্লীগত প্রদাহের লক্ষণসবল নিম্নে লিখিত হইতেছে। রোগী উক্ত পীড়িত অংশে ধবধবায়মান যণ

  • এম নোট সাহেবের মতে যে২ দব দ্বারা লাইকুইয়ার ভিলেট ( Liqueur villate, ) প্রস্তুত হয়, তাহ নিশ্নে লিখিত হইতেছে,-—লিকুইড সবুয়্যাসিটেট আৰু লেড ৩০ অংশ, সলফেট অব কপার ১৫ অংশ সলফেট অব জ্বিংকৃ ১৭ অংশ, cstarsis- ( cars ) fëfitsta Roo weet i Medico-Chirurgical Review, April, 1866, p. b56.

এম মিলেটন সাহেবও এই প্রক্রিয়ার অনুমোদম করেন। f French translation of Mackenzie's “Treatisc on the Eye,” vol. “ iii. p. 136.