পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র করেন, সেই বৃত্তি পেয়ে তিনি স্বীয় প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছিলেন। কিন্তু এ সংবাদ তাঁর জ্যেষ্ঠ শ্রীযুক্ত জ্ঞানেন্দ্রচন্দ্র ছাড়া আর কেউ জানতেন না । এই সামান্য বৃত্তির ওপর নির্ভর করে” আর কারও কাছ থেকে বিন্দুমাত্র সাহায্য না নিয়ে তিনি বীরের মত সাহসে মন বেঁধে বিলাত যাত্রা করলেন। সমাজের ভয়, অর্থের তাড়না, দুশ্চিন্তার জ্বালা-কিছুতেই তঁাকে কাতর করতে “পারুল না, তঁার প্রতিজ্ঞা টলাতে পাৰ্বল না। বিলাতে যে বিজ্ঞান শিক্ষার জন্য প্রফুল্লচন্দ্র পূর্ণ উৎসাহের সঙ্গে যান-সেই বিজ্ঞানের মায়া তিনি ছাড়তে পারেন নি, সেই বিজ্ঞানের সেবায় তিনি তাঁর সারা জীবনটি উৎসর্গ করেছেন। আর সেই বিজ্ঞানে তার নতুন নতুন আবিষ্কার দিন দিন তাঁর যশোসৌরভ দেশে দেশে ছড়িয়ে দিচ্ছে। তাই আজ তার ও তার প্রবর্ত্তিত setts estfiresis ( School of Bengali Chemists ) কীর্ত্তিতে সারা জগৎ ভরে গেছে। ছয় বছর তাঁকে বিলাতে নির্বাসন যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। কিন্তু তাই বলে তিনি নিজের প্রতিজ্ঞার কথা ভোলেন নি। কিসে বিলাতে ভারতের কীৰ্তি, ভারতের গৌরবের কথা সর্বদা সজাগ থাকে, যাতে R