পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র বলেছিলেন যে, যদি উকীলদের এমন ভাবে গালি (villify) দেওয়া হয়, তবে তঁরা শিক্ষার জন্য টাকা দেবেন। কেন ? কিন্তু বাস্তবিক ডাক্তার রায় উকীল সমাজকে গালি দেন নি। তিনি বরং প্রকাশ্য সভায় বলেছিলেন,-“বড়ই ঃখের বিষয় আমার বক্তব্যের উল্টা মানেই অনেকেই করেছেন। আইনজ্ঞেরা আমার শত্রু, এমন উৎকট অদ্ভুত কথা আমি বলিনি। বাংলার ব্যবহারজীবীদের নিকট আমাদের ঋণ অপরিশোধ্য। মনোমোহন ঘোষ, লালমোহন ঘোষ, ডবলিউ, সি, ব্যানাজী, আনন্দমোহন বসু প্রভৃতি রাজনৈতিক নেতৃগণ, কলিকাতা সায়ান্স কলেজের প্রাণস্বরূপ স্যার তারকনাথ ও স্যর রাসবিহারী এবং মনস্বী জষ্টিস্ চৌধুরী, স্তর আশুতোষ মুখোপাধ্যায়, ব্যোমকেশ চক্রবর্ত্তী ও সি, আর, দাশ প্রভৃতি ব্যবহারজীবিগণ বাংলার সকল শুভকার্য্যে অগ্রণীস্বরূপ। রাজনৈতিক আন্দোলনে বিজ্ঞ ব্যবহারজীবীর স্থান কোথায় মহামতি বার্ক তা অতি সুনিশ্চিতরূপে নির্দেশ করে গেছেন। কিন্তু ছোট বড় সকল প্রকার আদালতের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েও যারা উপোস করে থাকতে বাধ্য হন, বার লাইব্রেরীর চাদার পয়সাটা র্যারা দিয়ে উঠতে পারেন না এবং স্থল বিশেষে এক ছিলিম তামাক পেলে র্যারা কয়েক পাতা নকল bዖe