পাতা:আত্মচরিত (প্রফুল্লচন্দ্র রায়).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ গছে প্রত্যাগমন—প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক নিৰন্ত ঠিক ছয় বৎসর পরে ১৮৮৮ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমি কলিকাতা পেপছিলাম। এডিনবাগ থাকিবার সময়ে আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে ১৫ দিন অন্তর পোষ্টকাডে একখানি করিয়া পত্র লিখিতাম (জ্যেষ্ঠ ভ্রাতা ডায়মণ্ডহারবারের উকীল ছিলেন)। তিনি বাড়ীতে পিতা মাতাকে আমার খবর লিখিয়া পাঠাইতেন। আমি তাহাদিগকে আমার আসিবার নিদিষ্ট তারিখ, ষ্টিমারের নাম প্রভৃতি জানাই নাই, কেন না আমার জন্য যে তাঁহারা অনাবশ্যক ব্যয় বহন করিবেন, ইহা আমার ইচ্ছা ছিল না। আমার মনে মনে বরাবরই আশন্কা ছিল, পিতার আর্থিক অবস্থা পবাপেক্ষা আরও বেশী শোচনীয় হইয়াছে। আমি আমার লগেজ ক্যাবিনে রাখিয়া আসিলাম এবং জাহাজের হেড পাসারের নিকট আট টাকা ধার করিলাম, কেন না আমার তহবিলে এক পয়সাও ছিল না। কলিকাতায় আমার অনেক বন্ধ ছিলেন, আমি তাঁহাদের একজনের বাড়ীতে গিয়া উঠিলাম। আমার প্রথম কাজই হইল—ধতি ও চাদর ধার করিয়া লইয়া পরা এবং বিদেশী পরিচ্ছদ ত্যাগ করা। দই একদিন কলিকাতায় থাকিয়া আমি সবগ্রামে গেলাম। শিয়ালদহ হইতে খলনা এই আমি প্রথম রেলগাড়ীতে ভ্রমণ করিলাম। ১৮৮২ সালে যখন আমি বিলাত যাত্রা করি, তখন ঐ রেলপথের জন্য জরিপ প্রভৃতি হইতেছিল এবং প্রসিদ্ধ ধনী রথচাইল্ড উহার মলধন জোগাইবেন বলিয়া শনিয়াছিলাম। আমি আর এখন যশোরবাসী নহি, খলনাবাসী। যশোর, ২৪ পরগণা এবং বরিশালের কিছু কিছু অংশ লইয়া নতন খলনা জেলা গঠিত l 歌 মাতার সঙ্গে সাক্ষাৎ হইলে তিনি কাঁদিয়া ফেলিলেন। আমার কনিষ্ঠা সহোদরা আমাকে অভ্যর্থনা করিবার জন্য আর ইহজগতে উপস্থিত ছিল না। এইখানে আমি একটি ঘটনা বলিব, যাহার মল্য পাঠকগণ নিজেরাই বিচার করবেন। ইংরাজীতে একটা কথা আছে—“ভবিষ্যতের ঘটনা বর্তমানের উপর ছায়াপাত করে। আমার বর্ণিত শ্বটনাকে তাহার দষ্টান্তস্বরপেও গণ্য করা যাইতে পারে। এডিনবাগে একদিন সকালে ঘুম ভাঙ্গিবার পবে আমি অবিকল পবোন্ত ঘটনা (আমার গহে প্রত্যাৰতন এবং কনিষ্ঠা ভনীর জন্য মাতার বিলাপ) স্বপেন দেখিয়াছিলাম। দুঃখের বিষয়, আমি সব নদর্শনের ফুরিখ লিখিরা রাখি নাই। রাখিলে অতি-প্রাকৃত দশন সম্বন্ধে আর একটা প্রমাণ সংগ্রহ করিতে পারিতাম। (১) மு কয়েকদিন বাড়ীতে থাকিয়া আমি কলিকাতায় চলিয়া আসিলাম এবং আমার বন্ধ ডাঃ অমলাচরণ বস এম, বি-এর গহে উঠিলাম। ইহার সম্বন্ধে অনেক কথা পরে বলিব। আমি এখন বগীয় শিক্ষাবিভাগে রসায়ন শাসের অধ্যাপকের পদ পাইবার জন্য ব্যগ্র হইলাম এবং সেই উদ্দেশ্যে ক্লফট এবং পেড়লারের সঙ্গে সাক্ষাৎ করিলাম। আমি দাজিলিং-এ গিয়া লে গবর্ণর স্যার স্টয়ার্ট বেলীর সঙ্গেও সাক্ষাং প্রার্থনা করিলাম। ... (४) ले यौनज शर्था गिरिदन्छौ आपित्रका पिक्वाद गन्त अंश माछा रझ সবন্ধে এইরূপ অতি-প্রাকৃত ফন দেখিয়াছিলেন।