পাতা:ইতিহাস-সার.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। \రి సె ছিল, তাহাতে পর্তুগালের রাজ দেশত্যাগী হইয়। ব্রেজিলে পলায়ন করণানন্তর রাইও-জেনিরিও নগরে রাজধানী করেন । ১৮৭৮ সালে, ফরাসিরা পর্তুগাল হইতে দূরীক্লত হইলে পর, তিনি তথায় আসিয়া পুনর্ব্বার রাজত্ব করিয়াছিলেন। উহার মৃত্যুর পর উত্তরাধিকারিত্বের বিবাদ উপস্থিত হইয়। ডনামেরিয়া রাজসিংহাসন প্তি হন। ডনামেরিয়ার মৃত্যুর পর, ১৮৫৫ অব্দে, পঞ্চম পিদ্রে রাজসিংহাসন আরোহণ করেন । এইক্ষণে পর্তুগিসদিগের বাণিজ্যাদি উত্তমরূপ চলে না ! প্রস্তুত করা দ্রব্যাদি ইংলণ্ড হইতে এবং শুষ্ক মৎস্য আমেরিক হইতে আমদানী হইয়া থাকে । কেবল মদ্য ও ফল এই দেশ হইতে রপ্তানী হয় । বিলাতীয় ও মার্কিন জাহাজ দ্বারা এই সকল বাণিজ্য চলিয়া থাকে । পর্তুগিস ভাষা স্পেন দেশীয় ভাষার সদৃশ। পর্ড, গালে বিদ্যা শিক্ষা ভাল হয় না। রাজ্যশাসন উত্তম বলিয়া বিখ্যাত হইয়াছে, কিন্তু তাহ একাধিপত্যের ন্যায় । ভাগ্যবস্তের সভা ও প্রতিনিধির সভা বলিয়া দুই সভা আছে, তাহার মত ভিন্ন কোন ব্যবস্থাদি হয় না। প্রতিনিধিগণ প্রজাদিগের দ্বারা মনোনীত श्ध्न ९ां८कन ।