পাতা:ঈশাচরিতামৃত.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ನಿ8 ঈশাচরিতামৃত। বিলক্ষণ জানিত। সে পূৰ্ব্ব হইতেই বিপক্ষের অমুচরগণকে বলিয়। রাখিয়াছিল যে আমি যাহাকে চুম্বন করিব সেই যিশু। দলবদ্ধ হইয়। জুডার পশ্চাতে পাষণ্ডগ আসিয়া পৌছিল। কেহ লাঠি, কেহ তরবার, কেহব। লণ্ঠন এবং মশাল হাতে করিয়া আসিতে লাগিল। দ্রুতপদে জুড় আগে আসিয়াই যিশুর গণ্ডস্থল চুম্বন করিল। সেভ চুম্বন নয়, যেন ভীষণ শাৰ্দ্দল নির্দোষ মেশাবকের শোধিত পানে প্রবৃত্ত হইল। যিশু বলিলেন, “বন্ধে, ইহারই জন্য কি তুমি আসিয়াছ ?” নিমেষের মধ্যে আমনি পদাভিকগণু মার মার রবে উহার উপরে চাপিয়} পড়িল, এবং হাতে পায়ে বাধিয়া মহাযাজকের ভবনে লইয়া চলিল। পিটার প্রাচীন অভ্যাসানুসারে খড়্গাঘাতে এক ব্যক্তির কাণ কাটিয়৷ ফেলিলেন। যিশুর যুদ্ধান্ত্র যে শাস্তিখড়গ একাল পৰ্য্যস্ত পিটারের তাহ হৃদয়ঙ্গম হয় নাই। যিশু তাহাকে ধমক দিয়া বলিলেন, “অসিকোষের মধ্যে আসি লুকাইয়া রাখ! যাহার খড়গ ধারণ করে তাহার। সেই খঙ্গের সহিত বিনষ্ট হইবে। তুমি কি মনে কর আমি পিত্তার নিকট প্রার্থনা করিয়া লক্ষ স্বর্গদূত আনিতে পারি না ? কিন্তু তাহ হইলে শাস্ত্রবাক্য পূর্ণ হইবে কেন ? পিত। যে পানপাত্র আমাকে দিয়াছেন তাহ কি আমি পান করিব না ? অবশ্য করিব।” - পরে পদাতিকদিগকে বলিলেন, “তোমরা লাঠি এবং ভরবার লইয়৷ কি চোর ধরিতে আসিয়াছ ? যখন আমি প্রতি দিন মন্দিরে বসিয়া লোকদিগকে শিক্ষণ দিতাম তখন কেন আমাকে ধর নাই ?” শিষ্যেরা যখন দেখিল এখানে অঞ্জ চালনা নিষেধ, কেবলই ক্ষমার ব্যাপার, তখন নিরুপায় হইয়া প্রাণের দায়ে পলায়ন করিল। এক জন গায়ের বস্ত্রাদি ফেলিয়া সবেগে পলাইয়াছিল। মহা ভয়ঙ্কর ব্যাপার, কে আর তখন সে সম্মুখসমরে দাড়াইয়া ছিন্নমন্তক হইবে ? কেবল এক যিশু শত্ৰগণে পরিবেষ্টিত হইয়। অপরাধী বন্দীর ন্যায় মহাযাজকেয় গৃহাভিমুখে চলিলেন। যাহার পরাক্রমে ভুবন ৰিকম্পিত তাহাকে কি না জাজ সামান্য পদাতিকের হন্তে বীভূত হইতে হইল! যেন মৃগেন্দ্রপতি শৃগালের করতল ন্যস্ত হইলেন। র্তাহার রাজ্যত এ পৃথিবীতে নয়, তিনিত আর পণ্ডবল দ্বারা পুণ্ডবল হ্রাস করিতে আসেন