পাতা:ঈশাচরিতামৃত.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ঈশাচরিতামৃত । কেহ কাঠালনের উপর তামু ও রজত মুদ্রা খণ্ড বিনিময়ার্থ লাঙ্গাইয়া রাখিয়াছে। তাহার মাঝে মাঝে লম্বিত শ্মশ্র দীর্ঘ পরিচ্ছদধারী য়িহুদী ধৰ্ম্মযাজকগণ গম্ভীরভাবে ইতস্ততঃ পদ চালনা করিতেছেন, আর বিক্রীত দ্রব্যাদি হইতে আপনার কি পাইবেন তাহাই ভাবিতেছেন । বৃষ মেষ কপোত দিগের মলমূত্র এবং গাত্ৰগন্ধে দেৰতার স্থানকে এমনি নরকতুলা করিয়া কেলিয়াছে ষে সেখানে তিষ্ঠান যায় না । দেবাত্মজ যিশু ঈদৃশ জঘন্য কাও কারখানা দেখিয়া এককালে যেন অগ্নি অবতার হইয়া উঠিলেন। র্তাহার হৃদিস্থিত ধৰ্ম্মক্রোধ শতধা হইয়। জলিয়া উঠিল। বলিলেন, “কি ! আমার পিতার মন্দিরকে ভোর। হুটুমন্দির করিয়া তুলিয়াছি ?” এই বলিয়। বীর পরাক্রমে ঐ সমস্ত লোকজনকে কশা প্রহার দ্বারা ঘর হইতে দূর করিয়া দিলেন, মুদ্রাধার এবং বিক্রেতাদিগের আসন উল্টাটয় ফেলিলেন, চারিদিকে একবার হুলস্থল পড়িয়া গেল । পশু পক্ষীদিগের আর্তনাদ চীৎকার, মনুষ্যগণের কলরব হাহাকারধ্বনিতে মন্দির পরিপূর্ণ হইল। বণিকেরা আপনাপন বিচ্ছিন্ন মুদ্র এবং পশু পক্ষীদিগকে পুনঃসংগ্ৰহ করিবে, ন৷ কেহ তাহাদিগকে তাড়না করিতেছে তৎপ্রতি চাহিবে, কিছুই স্থির করিতে পারিল না ; ভয়ে মনোহুঃখে হতবুদ্ধি হইয়া গেল। যিশুর না আছে সৈন্য সামন্ত, না আছে কোন পার্থিব ক্ষমতা প্রভুত্ব, ন৷ তিনি নিজেই কোন রাজবংশোদ্ভব সম্রাস্ত ব্যক্তি ; লোক বলের মধ্যে কতিপয় দুঃখী কৃষক ও ধীবর সস্তান, ঐশ্বর্য্যের মধ্যে এক গর্দভ ; কিন্তু ইহাতেই তাহার এত তেজঃ বিক্রম ষে লোকে মনে করিল হয়তে। কোন দিগ্বিজয়ী রাজাই বা আসিয়াছেন। দৈববলের এমনি প্রভাব । কাহারো সাধ্য হইল না যে একটী কথা তাহাকে মুখ ফুটিয়া বলে। সকলে হতবুদ্ধি হইয়া মুখপানে চাহিতে লাগিল । প্রত্যেকেই মনে মনে জানিত ষে তাহারা দোষী, বিধিবহিষ্ণু খাচারী, কাজে কাজেই ধৰ্ম্মবলের নিকট তাহাদিগকে পরাস্ত হইতে হইল । কিন্তু যিশুর কি সাহস! কি অসাধারণ মনীস্থিত | এরূপ স্থলে ষে তাহার ঐরুপ ক্ষমতা প্রকাশে সম্পূর্ণ অধিকার ছিল তাহ। তিনি বিলক্ষণ বুঝিতেন। সেই জন্য নিৰ্ভয়ে বলিলেন, “শাৱে লিখিত আছে আমার মনির পূজার মন্দির বলিয়া উক্ত হইবে। ভোর। সেই স্থানকে চোর দস্থার সাবাস করিয়া ফেলিয়াছিস্ ?”