পাতা:ঈশাচরিতামৃত.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o ঈশাচরিতামৃত । জনস্তর তিনি এইরূপে সকলকে উপদেশ দিতে লাগিলেন যে, “আমি জগতের আলোক, আমার পশ্চাতে যে আসিবে সে অন্ধকারে ভ্রমণ করিবে ন, সে জীবনের আলোক প্রাপ্ত হইবে।” ফিরুণীরা বলিল, “তুমি আপ নার বিষয়ে আপনি সাক্ষ্য দিতেছ, তোমার কথা সত্য নহে। " যিশু বলিলেন, “যদিও আমি নিজমুখে আপনার কথা বলিতেছি, কিন্তু আমার কথা সত্য ; কারণ আমি জানি কোথা হইতে আমি আসিয়াছি এবং কোথায় যাইব ; কিন্তু ভোমরা সে বিষয় কিছুই জান না । তোমরা বাহ ভাব দেখিয়া বিচার করিয়া থাক, আমি কোন মনুষ্যের বিচার করি না ; যদি করি তাহ যথার্থ ৰিচার ; যে হেতু আমি একাকী নহি, আমি এবং আমার পিত হুই জনে একত্র থাকি। তোমাদেরিতে বিধিতে লেখা আছে যে হুই জনের সাক্ষ্য সত্য বলিয়া গ্রাহ্য ? অতএব দেখ, আমি আমার বিষয়ে সাক্ষ্য দিতেছি, আবার আমার পিতাও আমার বিষয়ে সাক্ষ্য দান করিতেছেন । শ্রোতার বলিল, “কোথায় তোমার পিতা ?” যিশু বলিলেন, “তোমরা আমাকেও জান না, এবং আমার পিতাকেও জান না। যদি তোমরা আমাকে জানিতে তাহা হইলে আমার পিতাকেও জানিতে পারিতে। আমি চলিয়া গেলে তোমরা আমাকে অন্বেষণ করিবে এবং পাপে হত হইবে, কিন্তু যেখানে আমি যাইব সেখানে তোমরা যাইতে পারিবে না । ” য়িহদীর বলিতে লাগিল, “এ ব্যক্তি আত্মহত্যা করিবে না কি ? নতুবা এমন কথা কেন বলিতেছে ? " যিশু বলিলেন, “তাহার কারণ এই যে তোমরা পৃথিবীর আর আমি স্বগের। ইহা বিশ্বাস না করিলেই পাপে হত হইবে। “ বিপক্ষের বলিল, “তুমি কে ?” যিশু উত্তর করিলেন, “আমি কে তাঁহাইতে প্রথম হইতে বলিয়া সাসিতেছি । তোমাদের সম্বন্ধে বলিবার এবং বিচার করিবার আমার অনেক আছে। যাহা হউক, আমার প্রেরণকৰ্ত্ত সত্যবাদী । তাহার নিকট আমি যাহা যাহ! শুনিয়াছি তাহাই পৃথিবীকে বলিতেছি। কিন্তু আমি যে পিতার কথাই বলিতেছি লোকের তাহা বুৰিল না। তোমরা মনুষ্যপুত্রকে যদি সম্মান করিতে তাহা হইলে বুঝিতে পারিতে যে আমিই সেই। যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি