পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ঈশ্বরচন্দ্র গুপ্তের ♚इविंशैौं | .. ' S4 è • বিদেশে বিনোদ ৰন্ত বিরাজিত ৰত । দেশে বোলে সে সকল হয় হস্তগত ॥ • পরম্পর দ্রব্য যত করি বিনিময় । কোনরূপ জিনিসের অভাব না রয় ॥ কোন দেশ কত দূর কিরূপ প্রকার। কিরূপেতে প্রজাগণ চালায় সংসার ॥ রীতি নীতি ধৰ্ম্মকৰ্ম্ম আচার বিচার। কিরূপ স্বভাব ভাব কিরূপ ব্যাভার। কিসেতে নির্ভর করি কাল করে গত । আমাদের সহ তার ভেদাভেদ কত। এইরূপে সমুদয় হয়ে অবগত। বল বুদ্ধি সাহস সভাত বাড়ে কত। কতরূপ দেশভাষা করিয়া প্রচার। বিধিমতে বহুবিধ বিস্তার বিস্তার। বিদেশের সবিশেষ জেনে ইতিহাস। স্বদেশে করিবে মুথে পুস্তক প্রকাশ । যে দেশের ভাল যাহা করিয়া সংগ্রহ। ব্যবহার দূর হবে দেশের নিগ্ৰহ। এ দেশের যে সকল উত্তম হইৰে । উপদেশে সে দেশেতে প্রচার করিবে ॥ • এইরূপে কুশলের না রহিবে সীমা । দিন দিন বৃদ্ধি হবে রাজার মহিমা ॥ করিম্ভবন বণিকেরে বিশেষ সাহায্য । রাজা যেন আপনি না করেন বাণিজ্য ॥ বাণিজ্য করিবে সাধু সৰ্ব্বশাস্ত্ৰে কয় রাজার বাণিজ্যবিধি কখনই নয় ॥ সাধুর সন্তান সবে রাজার আদেশে। ব্যবসায়-রত হবে স্বদেশে বিদেশে। জলে স্থলে রক্ষা করি, অভয় প্রদানে নৃপতি লবেন দান বিধান প্রমাণে ॥ প্রজার প্রতুলপথে করে প্রতিষেধ। রাজার বাণিজ্য তাই নিয়মে নিষেধ। পৃথিবীর চারিদিক চেয়ে দেখি ভাই। ভূপালের সাগর কোন দেশে নাই।

  • যে দেশের রাজ করে বাণিজ্য-ব্যাপার।

সে দেশের প্রজাগণ করে হাহাকার } প্রমাণ প্রত্যক্ষ তার এ দেশে এখন। কোম্পানীর একচেটে আফিম লবণ ৷ রাজার অদ্যায় লোভে প্রজা যায় মারা । নীরদ-নয়নে সেলে দর দর ধারা ॥ “মলঙ্গীরা” যেখানেতে করিতেছে লুণ। সেইখানে গিয়া দেখ নৃপতির গুণ ॥ পাটন প্রদেশে গেলে দেহ হবে হিম। " কেমন করিয়া রাজা নিতেছে আফিম । এইমত ভয়ঙ্কর রাজ-অত্যাচারে। দুঃখী প্রাণী প্রজা আর লাচিতে না পারে। আহাঁর ঔষধ যাহা স্বভাবে সম্ভব। তাই হলো নৃপতির নিজের বিভব ৷ একবাব প্রজার নিকটে পেতে কর। রীতিমত লয়েছেন যে ভূমির কর । সে ভূমির জাত বস্তু লয়ে পুনৰ্ব্বার। করিলেন কররূপে ভাণ্ডারে সঞ্চার ॥ যাহার আহার বিনা প্রজা যায় মোকে । রাখিলেন সেই ত্রব্য “মনাগুলি” করে। ভূতে ভূতে যোগ হয়ে জন্ম হয় যার। তাহারে বলিতে হবে ভৌতিক ব্যাপার। স্বভাবে উদ্ভব যাহা ভৌতিক ব্যাপার। সকল প্রাণীর তায় সম অধিকার । চমৎকার সুবিচার রাজার আমার। করেন “রাজস্ব” বোলে নিজে অধিকার । আমার বাড়ীতে মাটী ঘাড়ীতেই জল। আকাশের রবিকর, বাড়ীর অনল । পরম্পর যোগাযোগে যদি করি লুণ। হাতে ঘড়ী দিয়ে রাজা মেরে করে খুন। ঝুলী কাথা লুটে লয় যেখানে যা থাকে। to খাটুনি জাটুনি করে কারাগারে রাখে। তখনই পাড়ে টান জমীদার ফেরে। জীদারী বেচে লয় জরিমান করে।