পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৮০
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

সংবাদ বলিয়া তারে চলিল ত্বরায়,
কাঁদেন রামেরে ভাবি ভরত যেথায়
জোড়হাতে হনুমান তাঁরে গিয়া কয়,
“দেশে আইলেন রাম শুন মহাশয়।
মোরে পাঠালেন নিতে সংবাদ তোমার,
ত্বরায় দেখিবে তাঁরে কাঁদিয়ো না আর।”
আহা কি আনন্দ আজ অযোধ্যা নগরে,
দেশে আসিছেন রাম এতদিন পরে!
“কি আনন্দ! কি আনন্দ!” এই শুধু বলে
রামেরে দেখিতে যায় ছুটিয়া সকলে।
রাণীগণ যান সবে দোলায় চড়িয়া,
বুড়োরা সকলে যায় নড়ি ভর দিয়া।
রামের খড়ম দুটি লইয়া মাথায়,
ভরত সবার আগে চলেন ত্বরায়।
পথপানে চেয়ে যায় সকলে ছুটিয়া,
হোথায় রামের রথ আসিছে উড়িয়া!
চূড়াখানি যেই তার দেখিল কেবল,
“ঐ রাম!’ বলি সবে হইল পাগল।
“দেখি-দেখি, সর!” বলে করে ঠেলাঠেলি,
খোঁড়া বেটা আগে যায় সকলেরে ফেলি।
থামিল যখন রথ, নামিলেন রাম,
লুটায়ে ভরত তাঁরে করেন প্রণাম।
খড়ম পরায়ে পায়ে বলেন তখন,
“ফিরায়ে এখন দাদা লহ রাজ্যধন।”