পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অসম্ভব ভালো

যথাসাধ্য-ভালো বলে,‘'ওগো আরো-ভালো,
কোন্‌ স্বৰ্গপুরী তুমি ক’রে থাকো আলো।’
আরো-ভালো কেঁদে কহে, ‘আমি থাকি হায়,
অকৰ্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়।’

৪৩