পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbbダ করুণা বিস্মিত হইয়া একজন বাঙ্গককে জিজ্ঞাসা করিলেন, “শিবিকা কাহার ?” বাতক কঠিল, “দেব, বলিতে পারি না” । “ইহা কি প্রাসাদের শিবিক ?” “না ” “ তবে কাঙ্গর শিবিকা দিবালোকে পাটলিপুত্রের রাজপথ রুদ্ধ করিয়াছে ?” 畿 够 পথিপাশ্ব হইতে একজন নাগরিক কহিল, “মহানায়িক মদনিকার ” দেবধর বিঘ্নিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “মহানায়িকা মদনিক ? কাহার পুরা ?” নাগরিক কঠিল, “তাঙ্গ বলিতে পাবি না ।” অৰ্দ্ধদগু অতিবাষ্টি হইল তথাপি শিবিক উঠিল না দেখিয়ু দেধধর নিজ শিবিকা ত্যাগ কুরিয়া পথের সন্ধিস্থলের দিকে অগ্রসর হইলেন। কিয়দুর অগ্রসর হইলে একজন দণ্ডধর তাঙ্গর গতিরোধ করিল। দেবধর সাহাকে জিজ্ঞাসা করিলেন, “বাপু হে, কাঙ্গর শিবিকা বলিতে পার ?” “মঙ্গনায়িক মদনিকার ” “তাহা শুনিয়াছি, তিনি কাঙ্গর পত্নী ?” “মঙ্গনায়িকা এখনও অবিবাহিত ” “তিনি কোন মহানায়কের কন্ঠা ?” বারবনিতা মদনিক যে কাহার কন্যা তাহা তাঙ্গার গর্ভধারিণী পৰ্য্যন্ত অবগত ছিল না, সুতরাং প্রতাহার অবনত মস্তকে চিন্তা করিতেছিল, তাহা দেখিয়া পথিপাশ্বের অপর একজন নাগরিক দেবধরের বস্ত্রাকর্ষণ করিল, দেবধর আকৃষ্ট হইয়া প্রতীহারের নিকট হইতে দূরে সরিয়া গেলেন । নাগরিক তাহাকে জিজ্ঞাসা করিল, “মহাশয়, আপনি কত দিন পাটলিপুত্রে আসিয়াছেন ?” দেবধর অত্যন্ত বিস্মিত হইয়া কহিলেন, “ভদ্র, আমাকে দেখিলে বিদেশীয় বা গ্রামবাসী বলিয়া বোধ হয় ?” “না, কিন্তু কোনও পাটলিপুত্রবাসা জিজ্ঞাসা করিত না মদনিক কে ?” “কেন ?” “আপনি বোধ ভয় বহুদিন বিদেশে ছিলেন ?” “বহুদিন না হউক কিছুদিন বটে।” “মদনিক মহারাজাধিরাজের শ্বশ্ৰ মহানায়িকা ইন্দ্ৰলেখাদেবীর সখী।” "বুঝিয়াছি। পাটলিপুত্রের সমস্ত বারবনিতা এখন মহানায়িক হইয়াছে ?” “সমস্ত না হউক, দুই চারিজন বটে।” “মহানায়িক রাজপথের সন্ধিস্থলে