পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ጎ Ç গোবিন্দ । সৌরাষ্ট্র ও মালব-যুদ্ধের নাসীরগণ পূৰ্ব্বেই বাহুলীকাভিমুখে যাত্রা করিয়াছে। ভাস্করগুপ্ত কপিশা নগরে পঞ্চবিংশ সহস্র সেনা লষ্টয়া অবস্থান করিতেছে। জালস্করে আমার শরীররক্ষী সেনা আছে। কুমার। গোবিন্দ, শকজাতিকে বিশ্বাস নাই। তুমি পূৰ্ব্বাহ্লে সংবাদ প্রেরণ কর নাই কেন ? 齡 豹 গোবিন্দ। করিয়াছিলাম, কিন্তু পত্রের উত্তর পাই নাই। তাঙ্গ বোধ হয় মহারাজাধিরাজের সমীপে উপস্থিত হয় নাই । দামোদর। হইয়াছিল, চন্দ্রগুপ্তের পুত্র তখন গণিকা ইন্দ্রলেখার গৃঙ্গে অবস্থান করিতেছিলেন বলিয়া সংবাদ তাহার কর্ণগোচর হয় নাই । গোবিন্দ । সেই জন্তাই শত যোজন পথ অতিক্রম করিয়া আবার পাটলিপুত্রে আসিয়াছি। কুমারগুপ্ত উত্তর শুনিয়া অধোবদন হইয়া রছিলেন, তখন গোবিন্দ গুপ্ত কহিলেন, “তাত, আমার আরও একটি বক্তব্য আছে।” দামোদর । কি বলিবে বল । গোবিন্দ । পিতৃব্য, আমি প্রৌঢ় নহি, বুদ্ধ হইয়াছি, অগ্নিগুপ্ত বুদ্ধ হইয়াছে, হণযুদ্ধে নুতন নায়ক আবখ্যক । শকমণ্ডলে বিশ্বাসী প্রভৃভক্ত সেনানায়ক নাই । কুমার । গোবিন্দ, স্কন্দ, হর্ষ, ভানুমিত্র আদিত্যবৰ্ম্ম প্রভৃতি তরুণ নায়কগণ তোমার পাশ্বচর হইবে । দামোদর। মহারাজ, যুবরাজ স্কন্দগুপ্ত, কুমার, হর্ষগুপ্ত, ভানুমিত্র, আদিত্য প্রভৃতি র্তাহার বয়স্তাগণ নুতন যুদ্ধে মহারাজপুত্রের পাশ্বচর হইবার যোগ্য । 总 গোবিন্দ । মহারাজ, আমি ইহাই প্রার্থনা করিতেছিলাম । সম্রাটু সঙ্কেত করিলেন, তৎক্ষণাৎ একজন মূক পরিচারক তাতার সম্মুখে আসিয়া দাড়াইল । কুমারগুপ্ত দ্বিতীয়বার সঙ্কেত করিলেন, পরি