পাতা:কর্ণানন্দ.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কর্ণানন্দ دbہ % দিল মনের অভিলাষ । এক শক্তি প্রকাশে ঐরপে শক্তি দিয়া । গ্রন্থ প্রকাশিলা অতি আনন্দ পাইয় ॥ নিজমনোবৃত্তি গৌড়ে করিতে প্রকাশ। বিতরণ হেতু গৌরের মনে অভিলাষ ॥ বড়ই আশ্চৰ্য্য গোঁর প্রকাশিল শক্তি । কে বুৰিতে পারে সে চৈতন্যের মনোবৃত্তি ॥ নীলাচলে মহা প্রভুর প্রকট বিহার । মনে ইচ্ছা হইল শ্ৰীচরণ দেখিবর। সকল তেজিয়া প্রভু করিলা গমন । শ্ৰীল-পদtশ্রয় হেতু নিবেশিল মন ॥ মনে অভিলাষ করি যাইতে যাইতে । প্রভুর আদর্শন বার্তা পাইলেন পথে ॥ শ্রবণমাত্র মুছে। হইয়া পড়িল ভূমিতে । দুঃখের সমুদ্র তাহ কে পারে কহিতে ॥ ক্ষণে ক্ষণে মূঢ় প্রভু ক্ষণে অচেতন । ক্ষণে হাহtকরে করি করয়ে রোদন ॥ তবে মহাপ্রভু ভক্তের দুঃখ ত দেখিয় । কহিতে লাগিলা প্রভু সম্মুখে আসিয় ॥ আশ্বাস করিলা বহু মাথে পদ দিয়া কহিতে লাগিলা কথা মধুর করিয়া ॥ তুমি মোর নিজ শক্তি করহ শ্রবণ। দুঃখ তেয়াগিয়। শীঘ্ৰ যাহ বৃন্দাবন ॥ শ্রীরূপ সনাতন র্যাহ করেন বসতি । রাধাকৃষ্ণ-লীলাগ্রন্থ বিস্তারিলা তথি । সেই সব গ্রন্থ লইয়া গৌড়ে ত প্রকাশে । বিতরণ কর তাহ মনের উল্লাসে। তবে বাক্যামৃতরস তাদেশ পাইয়। চলিলেন মহাপ্রভুর চরণ বন্দিয় । শ্ৰীল-বৃন্দাবনে তবে করিল। গমনে। কুঞ্জপুঞ্জ-শোভা র্তাহ দেখিব নয়নে ॥ শ্ৰীমথুরামণ্ডলে যাইয়। উত্তরিলা । দুই ভাইর অপ্রকট তাহাঞি শুনিল ॥ শুনিবাই মাত্র প্রভু অtছড়ি খাইয়। হাহাকার করে কত বিলাপ করিয়া । যদি ছুই ভাইর মহিল দরশন। তবে অীর জীবনের কিব।