পাতা:কর্ণানন্দ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર8 কর্ণানন্দ । খ্যাতি ॥ তবে কৃপা কৈলা প্রভু ঠাকুরদাস ঠাকুরে । তাহার ভজন রীতি বড়ই গম্ভীরে ॥ মথুরানিবাসী হয় শ্ৰীমথুরাদাস । বি প্রকুলে জন্ম তার মহাস্থখোল্লাস ॥ ঐশু্যামসুন্দর দাস সরল ব্রাহ্মণ । লক্ষ হরিনাম যি হে করেন গ্রহণ ॥ শ্রীঅtভূtরাম প্রতি প্রভু দয়া কৈল । একত্র নিবাসী তিনে মহাপ্রীত হৈল । বৃন্দাবনবাসী হয় মহা মুখরাশি । বৃন্দাবনদাস নাম মহাগুণরাশি ॥ তাহারে করিল দয়া প্রভু গুণনিধি। তার গুণ কি কহিব মুঞি হীনবুদ্ধি। তবে ত করিল দয়। গোবিন্দরাম প্রতি । তাত্মসাৎ কৈল প্রভু করি মহা আৰ্ত্তি ॥ তার পর কৃপা কৈল৷ শ্ৰীগোপাল দাসে। একস্থানে স্থিতি তিনে মহtনন্দে ভাসে ॥ শ্ৰীকুণ্ডনিবাসী তিন মহাভক্ত ধীর। প্রভু কৃপা কৈল তিনে হইয়। সুস্থির। শ্ৰীমোহনদাস তার ব্ৰজনন্দদাস । শ্ৰীহরি প্রসাদ আর সুখানন্দ দাস ॥ প্রেমী হরিরাম অীর মুক্তারামদাস। প্রভুপদে নিষ্ঠ সদ। অন্তর উল্লাস ॥ সবে মিলি একত্রেতে করেন ভজন ৷ লক্ষ হরিনাম সবে করেন গ্রহণ ॥ ভজন-পরীকাষ্ঠ। যার না পারি কহিতে । তবেশে রহেন সদা মানসসেবাতে ॥ বঙ্গদেশে স্থিতি হয় নাম কলানিধি । বিপ্রকুলে জন্ম তার ত্যাচাৰ্য্য উপাধি। তারে কৃপা কৈল প্ৰভু হইয়া কৃপাবা। আর এক শিষ্য র্তার রামশরণ নাম। প্রেমদাস রসিকদাস দুই সহোদর। বৈষ্ণবের সেবাতে দুহে বড়ই তৎপর ॥ বিষ্ণুপুর দেশে রহে কত কত জন । অনেক হইল শিষ্য না যায় লিখন। দেশেতে থাকিয়া কৈল শিষ্য বহুতর । নাজানি সে নাম তার আমি অজ্ঞবর ॥ নানা দেশ বিদেশ হইতে কত জন। আইলেন সবে হৈলা কৃপার ভাজন ॥ রাঢ়