পাতা:কর্ণানন্দ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\එං8 . কর্ণানন্দ । কোথ। নাসা আভরণ ॥ বিলাস বিভ্রমে কিবা পড়িয়াছে জলে । আভরণ লাগি সবে হইল বিকলে ॥ অন্য অন্যে মনে সবে যুকতি করিল। নাসার বেশর লাগি ব্যগ্র চিত্ত হইল ॥ ঈঙ্গিতে কহয়ে তবে ঐ রূপ মঞ্জরী। ঐগুণমঞ্জরী প্রতি কটাক্ষ নিহারি ॥ ঐগুণমঞ্জরী তবে ঈঙ্গিত করিয়া । মণি-মঞ্জরীকে কহে প্রসন্ন হইয়া । তুমি ধনি গুণবতী রাধাচিত্ত জান । কতবার অনিয়াছ রাধা—আভরণ ॥ কভু কুণ্ঠজলে লীলা কভু বক্ষজলে। দিবসেই লীলা কভু হয় নিশাকালে । এই মত কত বার আনিলে অলঙ্কার । এবে তুমি খুজি আন কছিলাম সার ॥ তবে সেই মণিমঞ্জরী অtদেশ পাইয়। অন্বেষিতে গেলা ধনি আনন্দিত হইয়। ॥ যমুনার তীরে তবে আসিয়া দেখিল । তটে নাহি পাই তবে জলে প্রবেশিল ॥ নিৰ্ম্মল যমুনাজলে করে নিরীক্ষণ। দেখিতে ন পায় তাতে নাসা-আভরণ ॥ দপণের প্রায় নীর দেখিতে উজ্জ্বল । রবির কিরণ তাতে করে ঝলমল ॥ কতক্ষণ আম্বেষিয় না পায় দেখিতে । না পাইয়। চিত্তে তবে হইল। ব্যথিতে। লীলাকালে জলে দোহার হইল বহু রণ । দুহে স্থবিদগ্ধ দুহে অতি বিচক্ষণ ॥ যমুনাতে পদচিহ্ন অতি মনোহর। তার মাঝে পড়িয়াছে নাসার বেশর ॥ তীতে ঢাকা পদ্মপত্র না হয় বিদিত। না পাইয়া আtভরণ . হইল চিন্তিত ॥ শুভ্রবর্ণ বালি আর শুভ্রবর্ণ পাত । ঢাকিয়াছে তেঁই তাহে ন হয় বিদিত ॥ এই মত কতক্ষণ করি অন্বেষণ । দুঃখচিত্ত হইয়। তবে করেন ভাবন ॥ এথা শ্ৰীঈশ্বরী দুই প্রভুরে দেখিয়া । কহিতে লাগিল৷ কিছু অতিব্যগ্র হইয়া ॥ প্রহরেক