পাতা:কর্ণানন্দ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gło কর্ণানন্দ । চাহে তাহা দেখতে না পায় ॥ বাছাবেশে প্রভু তবে গর গর মন । নিপট্ট বাহ হইল যেন হীরাইলা ধন ॥ প্রভুর ভক্তগণ তবে বস্ত্র দূর করি। দেখিলেন অঙ্গশোভা অপূৰ্ব্ব মাধুরী ॥ আনন্দ অবধি সবার নাহি কিছু ওরে। ডুবিলেন সবে যেন আনন্দসাগরে ৷ তবে প্রভু ক্ষণে ধৈর্য্য ক্ষণেতে অস্থির। স্তস্বপ্রায় ক্ষণে রহে ক্ষণেত গম্ভীর ॥ এই মতে প্ৰভু নিজভাব সম্বরিয়া । কহিতে লাগিল৷ কিছু সব নিরখিয়া ॥ রামচন্দ্র আদি করি প্রভুর ভক্তগণ। শুনিয়া প্রভুর বাক্য হরষিত মন ॥ আনন্দের অবধি কিছু নাহিক সবার । যে আনন্দ হৈল তাহ কে পারে বর্ণিবার ॥ আনন্দের সিন্ধু মাঝে ডুবিয়া রহিল। প্রাণ ছাড়ি গেল দেহে অসিয়৷ বসিল ॥ কত কত আনন্দ সিন্ধু কহনে না যায়। রামচন্দ্রে দেখে সবে হরিষ হিয়ায় ॥ শ্ৰীমতী কহে রামচন্দ্র গুণের সাগর। প্রভুর চিত্তবৃত্তি পুত্র তোমার গোচর ॥ পূর্বে মহাপ্রভু প্রিয় যেন রামীনন্দ। প্রভু প্রিয় তেন তুমি হও রামচন্দ্র ৷ শ্ৰীকৃষ্ণের প্রিয় যেন সুবল মহাশয় । তেন তুমি প্ৰভু প্রিয় জানিল নিশ্চয় ॥ প্রাণদান দিলে পুত্ৰ কহ সমাচার। বিবরি কহ পুত্র প্রভুর ব্যবহার ॥ তিন দিন ধ্যানে বসি ছিল। প্রভু তোর। কারণ কহ রামচন্দ্র গোচর নহে মোর ॥ তবে রামচন্দ্র কহে যোড়হস্ত করি। প্রভুর ভাবের কথা কহেন. বিবরিয়া ॥ মদীশ্বরী প্রভু তুমি শুনহ কারণ। তিন দিন ধ্যানে ছিল। যাহার কারণ ॥ রাধাকৃষ্ণ জলকেলি মনেত চিন্তিয়া । যমুনাতে দেখি লীলা সুখাবিষ্ট হইয়। নানান তরঙ্গে লীলা কখনে না যায়। উনমত হইয়। যুদ্ধ করে যমুনায় ॥ কত কত