পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় ృ(ta দুই চারি খানি দ্রব্য-সম্ভার পূর্ণ বাণিজ্য জাহাজ সংগ্ৰহ করিয়া, ভারতের দিকে প্রেরণ করেন। - পটুগীজগণ তখন বুঝিল--দিনেমারেরা, একবার ভারতে প্রবেশ করিতে পরিলে তাহদেরই সৰ্ব্বনাশ হইবে। ভারতের সহিত বাণিজ্যে তাহীদের অল্প প্রতিদ্বন্দী জুটিলে, তাহাদেরই ব্যবসা মাট হইবে। কাজেই তাছার উত্তমাশা অন্তরীপের পথ আটক করিল। দিনেমারেরা পটুগীজদিগের প্রতিযোগীতায় বিফল মনোরথ হইয়া, আবার চারি খানি বাণিজ্য জাহাজ, অন্য পথে ভারতের দিকে প্রেরণ করে। দিনেমারগণ ১৫৯৮ খৃঃ অন্ধে ভারতের উপকূলে—বাণিজ্য আরম্ভ করে। এই সময়ে মোগল সম্রাটগণের শাসন-কঠোরতীয়, পটুগীজগণ হীনশক্তি হইয়া পড়িতেছিল। এজন্য তাহারা ভারতের পশ্চিমোপকুল ত্যাগ করিয়া পূৰ্ব্বোপকূলে আশ্রয় লইবার যোগাড়-যন্ত্র করিতে লাগিল । সপ্তদশ শতাব্দীতে, সম্রাট সাহজাহানের আমলে, প্রসিদ্ধ ফরাসী-ভ্রমণকারী বর্ণিয়ার—বহুদিন দিল্লী ও আগরায় সম্রাট-দরবারে অবস্থান করিয়াছিলেন । এই বণিয়ারের লিখিত—বর্ণনা হইতে জানিতে পারা যায়— “১৬৬৩ খ্ৰীঃ অব্দে দিনেমারদের আগ্রাসহরে একটা ফ্যাক্টারী ছিল, সেখানে চার পচিজনের বেশী লোক ছিলনা । বঙ্গদেশ, পাটনা, সুরাট প্রভৃতি স্থানেও তাহদের ছোট ছোট বাণিজ্য-কুঠা ছিল।” বাৰ্ণিয়ারের এই বিবরণ হইতে আরও জানিতে পারা যায়—যে দিনেমারেরা—পটুগীজ দিগের পরে, ভারতের নানাস্থানে ছড়াইয়া পড়িয়াছিল । ইংরাজ ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী। পটুগীজ ও দিনেমারদিগের পর, ইংরাজ ও ফরাসীগণ–এদেশে দ্য করিতে আসেন। ইংরাজের এদেশে বাণিজ্য করিবার জন্য, যে ১ণক-সমিতি সংগঠিত করেন—তাহাই ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী। এই কোম্পানী, কিরূপে বাণিজ্যের সহিত রাজ্য অর্জন করেন, তাহ যথাস্থানে বিবৃত হইবে । তাছার পূর্বে ইষ্ট-ইণ্ডিয়াকোম্পানীর প্রাণ-প্রতিষ্ঠা কিরূপে ইইল, তাহ পাঠকের জানিয়া রাখা প্রয়োজন। আজও লোকে—"কোম্পানীর মুল্লুক—কোম্পানীর পথঘাট”—প্রভৃতি বাক্য প্রয়োগ করে। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী হইতেই, এই সমস্ত আখ্যার উদ্ভব হইয়াছে। ইংরাজ যখন—পটুগীজ ও দিনেমারদিগের মত এদেশে