পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 - কলিযুগ । অদ্যাপি হিরণ্য। শরগুল্ম ধরি’ বুকেক্ষ বহিতেছে ধীরে-ধীরে কহিয়ে কাহিনী ; তীর্থযাত্রীগণে মুগ্ধ করিতেছে শোকে “হের আর র্কাদ” বলি’ উচ্চারিছে বাণী । কাদিছ কাদাইতেছ দর্শক সকলে, হ’বে না কাদিতে আর, নিকটে সাগর ; জুড়াও তাপিত-প্রাণ সিন্ধুর সলিল, সঙ্গমেঞ্চ ভাসাও শোক খুলিয়ে অন্তর। অৰ্জ্জুনাদি কৃষ্ণ-শোকে আকুল-পয়াণ সাম্রাজ্য-বিভব তুচ্ছ গণি মনে মনে মহাপ্রস্থানের তীর্থে করিল প্রয়াণ, - ভারত মস্তকহীন হ’ল এতদিনে । জ্ঞান-ধৰ্ম্ম হ’ল লোপ, কলি উপস্থিত, রাজ্যমধ্যে ঘটে চারিদিকে অমঙ্গল ; মুনিকোপে শাপগ্রস্ত রাজা পরীক্ষিত ; সর্বত্র সত্যের নাশ সদা বিশৃঙ্খল।

  • হিরণ্য। খুব ছোট নদী, বর্ষা ব্যতীত অন্ত সময় অতি মন্দগতি ; এজন্য উহার জলে বিস্তর নল-খাগড়ার জঙ্গল দেখা বায় । পৌরাণিক কিম্বদন্তী অনুসারে যদুবংশের দুর্দাস্ত যুবকগণ কর্তৃক ঘর্ষণ দ্বারা ক্ষয়িত কুলনাশন মুষল হইতে উহাদের জন্ম ।
  • তারবসাগরসহ সঙ্গম ।