পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কলিযুগ

সত্যযুগে যাহা ছিল, বর্ণিত পুরাণে।
ত্রেতার রামচন্দ্র-কথা কবিতে বাখানে
লীলারসময় কৃষ্ণ দ্বাপরান্ত-কালে,
দেখা’লেন কত খেলা মথুরা গোকুলে।
ধর্ম্মক্ষেত্র-কুরুক্ষেত্রে সম্বোধি' অর্জ্জুনে।
শিখা'লেন পরতত্ত্ব গীতার ব্যাখ্যানে;
—সমগ্র জগতবাসী যে বারতা শু'নে
অদ্যাপি শ্রীকৃষ্ণ নাম ধন্য ধন্য গণে!
পাণ্ডবের সখা হ’য়ে কুরুকুল নাশি’
রাখিলেন কীর্ত্তি ভবে মহিমা প্রকাশি’
হইল ধর্ম্মের জয় অধর্ম্মের ক্ষয়;
ত্রিলোকে ঘোষিত কৃষ্ণ-নাম-দয়াময়।
“সাধুদের পরিত্রাণ, দুষ্কৃত-নিধন,
“অবতার-কার্য্য এই ন্যায়ের স্থাপন।”
কেশব কংসারি হরি! ত্রিতাপহরণ!
অধমে করুণা কর দিয়ে শ্রীচরণ।