পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবাসীর প্রতি অামায় বোলো না গাহিতে বোলো না । এ কি শুধু হাসি খেলা,প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা ? আমায় বোলো না গাহিতে বোলো না । ,l CRI নয়নের জল, হতাশের শ্বাসکی কলঙ্কের কথা দরিদ্রের তাশ, এ যে বুকফাটা দুখে গুমরিছে বুকে গভীর মরম-বেদন । এ কি শুধু হাসি খেলা,প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা ? এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেঁথে গেথে নিতে করতালি, মিছে কথা কয়ে’ মিছে যশ লয়ে” মিছে কাজে নিশি যাপনা । কে জাগিবে তাজ, কে করিরে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ, > とb"