পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হলাহল

কাজ নাই, কর্ম্ম নাই, বসে আছে এক ঠাঁই
হাসি ও কটাক্ষ লয়ে খেলেনা গড়িছে যত,
কভু দুলে-পড়া আঁখি—কভু অশ্রু-ভারে নত।
দূর কর—দূর করবিকৃত এ ভালবাসা
জীবনদায়িনী নহে, এ যে গো হৃদয়-নাশা!
কোথায় প্রণয়ে মন যৌবনে ভরিয়া উঠে,
জগতের অধরেতে হাসির জোছনা ফুটে,
চোখেতে সকলি ঠেকে বসন্ত-হিল্লোলময়—
হৃদয়ের শিরে শিরে শোণিত সহজে বয়—
তা নয়, একি এ হল, একি এ জৰ্জর মন,
হাসিহীন দু-অধর, জ্যোতিহীন দু-নয়ন!
দূরে যাও—দূরে যাও—হৃদয় রে দূরে যাও
ভুলে যাও ভুলে যাও—ছেলেখেলা ভুলে যাও
দূর কর—দূর কর—বিকৃত এ ভালবাসা
জীবনদায়িনী নহে, এ যে গো হৃদয়-নাশা!


৩৭