পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\De R. রক্তনেত্ৰাং মুক্তকেশীং শুকমাংসাতিভৈয়ৰাং । [अशडीब्रह வி. মহাক্রোধে প্ৰহারিলা বীর বৃকোদর । - সে জন বধের যোগ্য কহে ধৰ্ম্মনতী বৃত্ৰাস্বরে বজ্ৰ যেন মারে পুরন্দর ॥ অটল রাক্ষস স্থির যেন গিরিবর। দগ্ধ কাষ্ঠ দণ্ড হানে ভীমের উপর ॥ দোহার উপরে দোহে বজমুষ্টি মারে । শরবনে অগ্নি যেন চড় বড় করে a মহা ভয়ঙ্কর যেন দানব অমর । হেন মতে দুই বীর করিল সমর ॥ কৌরবের ব্যবহারে ছিল মহা ক্রোধে । কিৰ্ম্মীরে মৃমুখে পেয়ে ধরিল অবাধে ॥ অতি ক্রোধে ভীম তবে ধরিয়া রাক্ষসে । পৃষ্ঠে জানু দিয়া ধরে, পদ আর কেশে ॥ মধ্যেতে ভাঙ্গিয় তারেশকৈল দুই খান । মহানাদ করি দুষ্ট ত্যজিল পরাণ ॥ হৃষ্ট হয়ে চারি ভাই দিল আলিঙ্গন । সাধু সাধু প্রশংসা করেন মুনিগণ ॥ যবে আমি যাই বনে করিতে সন্ধান । পথে দেখি পড়িয়াছে পৰ্ব্বত সমান ॥ দেখি হেন জিজ্ঞাসিমু মণিগণ স্থান । মুনি মুখে বিবরণ সব জানিলাম ॥ শুনিয়া নিঃশব্দ হৈল অম্বিকা নন্দন । পাণ্ডুপুত্র কথা শুনি ছন্ন হৈল জ্ঞান ॥ কামাবনে শ্ৰীকৃষ্ণের সহিত পাওবদিগের নানা কথা । বনে যদি গেল পঞ্চ পাণ্ডুর নন্দন । দেশে দেশে এ বার্তা পাইল রাজগণ ॥ . ভোজ বৃষ্ণি অন্ধক প্রভূতি নৃপগণ । কৃষ্ণের সহিত গেল কাম্যক কানন ॥ পাঞ্চাল রাজার পুত্র সহ অনুগত । ধৃষ্টকেতু ধৃষ্টদ্যুম্ন আর বন্ধু যত ॥ যুধিষ্ঠিরে বেড়ি সবে বসিল চতুৰ্ভিত । পাণ্ডবের বেশ দেখি হইল বিস্মিত ॥ আত্ম দুঃখ কহিতে লাগিল পঞ্চজন । হেন কৰ্ম্ম করিল পাপিষ্ঠ ছুৰ্য্যোধন ॥ গোবিন্দ বলেন এই আমার বহিত ॥ ক্রোধেতে কম্পিত অঙ্গ কমললোচন । সবিনয়ে অর্জন করিল নিবেদন ॥ ধৰ্ম্মেতে ধাৰ্ম্মিক তুমি হও সত্যবাদ । সদয় হৃদয় তুমি বিধাতার বিধি ॥ অক্রোধী আলোভী তুমি দীনে ক্ষমাবন্ত। তোমারে এতেক ক্রোধ না পাই তদন্তু নারায়ণ রূপে তুমি হুইলা তপস্বী । করিলা তপস্যা গন্ধমাদনে নিবসি ॥ পুষ্কর তীর্থেতে দশ সহস্ৰ বৎসর। দেবমানে তপস্ত করিলা দামোদর ॥ তুমিত নিগুণ কিন্তু গুণেতে পূরিত। তোমারে যে না ভজে সে জগতে বঞ্চিঃ। এতেক রলিল যদি বীর ধনঞ্জয় । তাহারে কহেন তবে দেবকী-তনয় । তোমায় আমায়-কিছু নাহিক অন্তর। আমি নারায়ণ ঋষি তুমি হও নর ॥ পাওবে আমায় আর নাহি ভেদ লেশ । সহিতে ন পারি অামি পাণ্ডবের ক্লেশ । যে তোমারে দ্বেষ করে সে করে অfম? তোমারে যে স্নেহ করে সে আমারে কী তুমি হও আমার হে, আমি যে তোমার যে জন তোমার পার্থ, সে জন আমার । . এতেক বলেন কৃষ্ণ কমললোচন । ভাল ভাল বলিয়া বলিল রাজগণ । হেনকালে উপনীত দ্রুপদনন্দিনী । কৃষ্ণ অগ্রে বলিলেন যোড় করি পাণি । অসিত-দেবল মুখে শুনিয়াছি আমি । নাভি-কমলেতে অষ্টা স্বজিয়াছ তুমি ৷ আকাশ তোমার শির পাতাল চরণ । পৃথিবী তোমার কটি জঙ্ঘা গিরিগণ । শিব আদি যত যোগী তোমারে ধেয়ন্তি তপস্বী করিয়া তপ সমপে তোমায় । স্বষ্টি স্থিতি প্রলয় ইঙ্গিতে তব হয় । সবার ঈশ্বর ভূমি মুনিগণে কয় ॥ 起