পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপর্ব | ] পুনরপি ধরে তারে কুন্তীর কুমার। দুই পায়ে ধরিয়া ভ্ৰমায় চক্রাকার ॥ গতবার ভ্রমণইয়া ফেলে ভূমিতলে । বক্ষঃস্থলে চাপিয়া বসিল মহাবলে ॥ কণ্ঠে জানু দিয়া, বুকে ব্রজমুষ্টি মারে । গুরুতর গর্জনেতে কাপে ধরাপরে ॥ রাজ্যের যতেক লোক হৈল মৃতপ্রায় । কাছার বচন কেহ শুনিতে না পায় ॥ গর্ভবত'র স্ত্রীর গর্ভ পড়িল খসিয়া । হস্তী অশ্ব আদি পশু যায় পলাইয়া ॥ ঘপাশক্তি বৃকোদর করেন প্রহর । তথাপি না হয় জরাসন্ধের সংহার ॥ অশ্চৰ্য্য দেখিয়া ভীম বলেন কৃষ্ণেরে । যথাশক্তি করিলাম প্রহার ইহারে } ইহার মরণ অামি না দেখি উপায় । এত শুনি ডাকিয়া কহেন যত্নরায় ॥ পর্বেল সন্ধি কহিয়াছি কেন বিস্মরণ । .সঙ্গ ছিদ্রে জরাসন্ধ হইবে নিধন ॥ বৃকোদরে দেখাইয়া দিলেন শ্ৰীনাথ । ছুক্ত করে ধরি চিরিলেন বেণপাত ॥ দেখিয়া হলেন তুট কুন্তীর নন্দন । পুনরপি ধেয়ে যান করিয়া গর্জন ॥ বজমুষ্টি মারিয়া পাড়েন ভূমিতলে । সিংহ যেন মৃগ ধরি ফেলে অবহেলে ॥ একপদ পদে চাপি এক পদে কর । হুঙ্কারিয়া টানিলেন বীর বৃকোদর ॥ মধ্যখান চিরিয়া করেন দুইখান । জন্মকাল অঙ্গ প্রাণ্ডে হরাইল প্রাণ ॥ জরাসন্ধ পড়িল সহর্ষ নারায়ণ । আনন্দেতে তিনজনে কৈল্প আলিঙ্গন ॥ রাজ্যেতে যতেক লোক প্রমাদ গণিল । জরাসন্ধ-স্থত সহদেব-নাম ছিল ৷ আশ্বাসিয়া জগন্নাথ করেন অভয় । মগধ রাজ্যেতে সেই দ গুধর হয় ॥ বদিশালে যতেক আছিল রাজগণ । একে একে সবাকার ঘুচিল বন্ধন ॥ চতুভূজাং লোলজিহাং মহাভীমাং বরপ্রদাং ॥ ২৩৭ নানারত্বে সবাকারে করিল ভূষণ । করযোড়ে স্তুতি করি কহে রাজগণ ॥ সদয় হৃদয় তুমি সেবক-রঞ্জন । দুৰ্ব্বলের বল গর্বিব গৌরব-ভঞ্জন ॥ অনাথের নাথ তুমি হিংসকের অরি। ধৰ্ম্মের পালন হেতু মর্তে অবতরি ॥ কে বণিতে পারে গুণ বেদে অগোচর। সদা যোগ ধ্যানে যারে না পান শঙ্কর } জরাসন্ধ নৃপবর যত দুঃখ দিল । তোমারে হেরিয়া হরি সব দূর হৈল ॥ অভয় পঙ্কজপদ দেখি নু নয়নে । বদনে অমৃত ভাষা শুনিলু শ্রবণে ॥ বলে জরাসন্ধ প্রভু করিল বন্ধন । এতদিনে বলি দিত সব রাজগণ ॥ কৃপায় সবারে প্রভু করিল উদ্ধার । এ কৰ্ম্ম তোমার প্রভু কিছু নহে ভার ॥ আজ্ঞা কর আমরা করিব কিবা কার্য্য । গোবিন্দ বলেন সবে যাও নিজ রাজ্য ॥ এত শুনি রাজগণ করে অঙ্গীকার । প্ৰণমিয়া দেশে সবে গেল যে যাহার ॥ তবে জরাসন্ধ রথ আনি নারায়ণ । তিনজনে সে রথে করেন আরোহণ ॥ অপূৰ্ব্ব হুন্দর রথ লোকে অগোচর । সেই রথে চড়ি পূর্বে দেব পুরন্দর ॥ দলিল দানবগণ উমশতবার । যোজন পৰ্য্যন্ত দৃষ্টি হয় ধ্বজ যার ॥ ইন্দ্র হৈতে পায় বস্থ, মগধ ঈশ্বরে । বহু হৈতে বৃহদ্ৰথ, সে দিল কুমারে ॥ সেই রথে চড়িয় চলেন তিনজন । গোবিন্দ গরুড়ে তবে করিলা স্মরণ ॥ আজ্ঞা করিলেন বসিবারে ধ্বজেপির । খগপতি ধ্ব জরথ ঘোমে চরাচর ॥ শঙ্খনাদ করিয়া চলিলা শীঘ্ৰগতি । ইন্দ্রপ্রস্থে উপনীত তিন মহামতি ॥ যুধিষ্ঠির চরণে করিয়া নমস্কার। একে একে কহেন সকল সমাচার ও