পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి কিঞ্চিৎ জলযোগ । পূর্ণ। উদ্ধৃদিকে, হস্তোত্তোলন কর্তে কর্তে, কোদল—কি বল্লে ? বিধুমুখী। না না ;–করযোড় করে এই রকম করে বল, যে আর আমি পাপ করব না। পূর্ণ। (ক্ৰন্দনের ন্যায় স্বর করিয়া) আর আমি এমন কৰ্ম্ম করব না। বিধু ! ওঠ । এবার তোমাকে প্রভু মার্জন কল্লেন । જૂન | (নেশা কিঞ্চিত উপশম হওয়ায় স্বগত) আগ্রাম! বাছলেম! কি দৈব! পূর্ণর ক্ৰন্দন শুনিতে পাইয়া, তাহার পুরাতন বৃদ্ধ ভূত্য ভোলা দোঁড়িয়া ঘরের ভিতর আসিয়া দেখে পূর্ণ বিধুমুখীর পদতলে । ভোল। —কি হয়েছে, কি হয়েছে ? কান্নাকাটির সোর, পড়েছে কেন ? আমার বাবুরে এ ,