পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ని কিঞ্চিৎ জলযোগ । বিধু। (রঙ্গস্থলের অপর পাশ্বে দোঁড়িয়া গিয়া ) তোর পায়ে পড়ি বাপু—এই সব নে ! তোর দল বল নিয়ে চলে যা ! সব নে, আমাকে প্রাণে মারি নে। - পেরুরাম। (অত্যন্ত ভীত হইয়া বিধর পশ্চাতে গমন ও তাছাকে তার বাস্তবিক অবস্থা বুঝাইবার নিমিত্ত নানা প্রকার চেষ্টা 1) দল বল, ম। ঠাকরণ ? আমার দল বল নেই। আমি একল, আমুর কেউ নেই; আমি অতি দুঃখী বেচার পথ" ভুলে এই বাড়িতে এসে পড়েছি । বিধুমুখী। পথ ভুলে এই বাড়িতে এসে পড়েছ, তার মানে কি ? কে তুই ? কোথায় থাকিস? এ রাত্রে, কি সাহসে এখানে এলি ? পেরুরাম। অদৃষ্ট ! অদৃষ্ট ! ঠাকরণ ; আমার বাড়িওয়ালার যত দোষ ।