পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । & আর কথা না—( তলবার দ্বারা আঘাত করিতে উদ্যত ) বাবু পূৰ্ণচন্দ্রকে, যে অপমান করে, তার আর নিস্তার নেই। ( পেরু পলাইবার চেষ্টা করিতেছিল, এমন সময়ে পূর্ণ বাবুর নাম শুনিয়া থম্কিয় দাড়াইল ) পেরু । আপনি কি পূর্ণ বাৰু ? পূর্ণ। তবে দেখচি, তুমি আমার নামও জানতে । পেরু। না, আমি তা. জানুতেম না। আমি মনে করেছিলেম, আপনি এ বাড়ির সরকার | (আশ্চৰ্য্য হইয়া) তার মানে কি ? বল দেখি ব্যাপারটা কি ? পেরু । আপনার নাম পূর্ণ বাবু ? আপনি যে আমার মুরকিব । আমি মহাশয়ের কাছে কত বেয়াদবি করেছি তা বলতে পারি নে।